স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Dipanjan, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষা’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভির আলাপ অবদান ১৬:৪৬, ২৪ মার্চ ২০১০ (UTC)

উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় সম্পাদনা

অনুগ্রহ করে উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় পাতাটি পড়ুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫৪, ২৫ মার্চ ২০১০ (UTC)

উইকিপিডিয়া কোনো ফোরাম নয়। এটি একটি নিরপেক্ষ বিশ্বকোষ। আমি আপনাকে অনুরোধ করব নিরপেক্ষ বিশ্বকোষ কথাটির অর্থ অনুধাবন করতে। উইকিপিডিয়া তথ্যের আধার; মতামত, আদর্শ বা কোনো বিশেষ বাদ (ইজম)-এর ব্যবচ্ছেদ টেবিল নয়। উইকিপিডিয়ার কাজ নিরপেক্ষভাবে প্রকৃত তথ্যটি প্রকাশ করা। তথ্যের মধ্যে পক্ষপাতিত্ব, বিশেষ আদর্শের গুণগান বা বিরোধী মতের একপেশে সমালোচনা বিশ্বকোষের নিরপেক্ষতার পক্ষে ক্ষতিকর। মানুষের শোষণ, বঞ্চনা ইত্যাদি নিয়ে মতামত প্রকাশের ও প্রতিবাদ জ্ঞাপনের অন্য অনেক মাধ্যম রয়েছে। সেগুলি ওই সকল ক্ষেত্রে উইকিপিডিয়ার চেয়ে অনেক বেশি কার্যকরী। আপনি সেখানে আপনার বক্তব্য পেশ করতে পারেন।
সর্বোপরি, বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়ার নীতিমালা চূড়ান্ত। যিনি এই বিশ্বকোষে অবদান রাখতে চাইবেন, তিনি যত ক্ষমতাসম্পন্ন হোন না কেন, বা তাঁর উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, তাঁকে এই নীতিমালা মান্য করতেই হবে। আপনার যদি মনে হয়, এই বক্তব্য আপনার আদর্শের পরিপন্থী আপনি অনায়াসেই উইকিপিডিয়া ত্যাগ করতে পারেন। সে পথ আপনার সম্মুখে উন্মুক্ত।
আশা করি, প্রশাসক আপনাকে উইকিপিডিয়ার নীতিমালা অবহিত করেছেন। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৩৮, ২৫ মার্চ ২০১০ (UTC)
আপনার প্রিয় ব্যক্তিদের ছবি রাখা নীতিবিরূদ্ধ নয়, কিন্তু যে কবিতার ছত্রটি রেখেছেন তা সম্ভবত নজরুলের। এবং পাবলিক ডোমেইন নীতিমালা অনুসারে তা এখনো মুক্ত নয়, তাই সেগুলো হয়তো নীতিবিরূদ্ধ হতে পারে। সেগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ। — তানভির আলাপ অবদান ১০:১৪, ২৯ মার্চ ২০১০ (UTC)

  আপনার জন্য শেষ সতর্কবার্তা কারন আপনি বার বার ধ্বংসাত্মক সম্পাদনা অব্যাহত রেখেছেন। আপনি যদি এই ভাবে ধ্বংসাত্মক সম্পাদনা আবার করেন , আপনাকে সম্পাদনা করতে বাধাদান বা ব্লক করা হবে। --জয়ন্ত (আলাপ | অবদান) ১১:১৩, ২৯ মার্চ ২০১০ (UTC)