বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সম্পাদনা

@Damalsami:, অনুগ্রহ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিবন্ধটিতে সত্য এবং আসল তথ্য যুক্ত করবেন; ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর অনেক খ্যাতিমান একটি রেজিমেন্ট, এই রেজিমেন্ট সম্পর্কে ভুল তথ্য উইকিপিডিয়াতে দেবেননা। কোনো সমস্যা হলে তানভির এর সঙ্গে যোগাযোগ করুন, ইনি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক। হাসান নাজমুল খান (আলাপ) ০৬:৫১, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@হাসান নাজমুল খান এবং হাসান নাজমুল খান: নিবন্ধটিতে আমি সব সত্য ঊত্থাপন করেছি এবং আমার কাছে প্রমান সহ উল্লেখযোগ্য সূত্র সহ যা আপনি দয়া করে যাচাই করে মন্তব্য করবেন
@Damalsami:, আপনি নিবন্ধটি উন্নত করেননি, কতগুলো ব্যাটেলিয়ন রয়েছে তা বলেননি, চিত্র আপলোড দেননি, চিত্র আপলোডের জন্য বিশেষ:আপলোড ব্যবহার করুন, আবারো বলছি কোনো সমস্যার জন্য তানভির এর সঙ্গে কথা বলুন। হাসান নাজমুল খান (আলাপ) ০৭:০৫, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তানভির  চিত্র আপলোড করা নিবন্ধটি উন্নত করার সর্ত না এবং আলাপ এর অভিযোগ ভুল তথ্য দিয়েছি আলাপ প্রমাণ করুন । নিবন্ধটি উল্লেখ্য উন্নত করছি তাঁর প্রমাণ @Damalsami: এডিট ইতিহাস ।(Damalsami (আলাপ) ০৮:৪৯, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি))উত্তর দিন
@Damalsami:, আপনি নিবন্ধটিতে ব্যাটেলিয়ন কয়টি তার তথ্যসূত্র দেননি; কর্নেল কমান্ড্যান্ট, কেন্দ্র অধিনায়কের তথ্য ভুল রয়েছে। তানভির এর আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। কুমকুম ভাগ্য (আলাপ) ০৮:২৯, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কুমকুম ভাগ্য ধন্যবাদ দ্রুত বেবস্তা নিচ্ছি ও তানভির যোগাযোগ করছি (103.60.175.108 (আলাপ) ০৯:০৭, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি))উত্তর দিন