স্বাগতম বার্তা

সম্পাদনা

প্রিয় Brihaspathi, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষা’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০৭, ৪ এপ্রিল ২০১০ (UTC)

আপনার অবদানের জন্য ধন্যবাদ। তবে কোনো নতুন ভুক্তি শুরু করলে অন্তত ১ প্যারা লেখা যোগ করুন তাতে। ১ বা ২টি মাত্র বাক্য দিয়ে অসম্পূর্ণ ভুক্তি না শুরু করার অনুরোধ রইলো। আর ইতিমধ্যে যে ভুক্তিগুলো শুরু করেছেন, তাতে আরো লেখা যোগ করুন তাড়াতাড়ি। --রাগিব (আলাপ | অবদান) ১২:৪২, ২১ জুন ২০১০ (UTC)

 
জি.শংকরকুরূপ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই। দয়া করে এখানে কিছু লেখা যোগ করুন। অন্যথায় অচিরেই এই পাতাটি অপসারণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহনযোগ্য নীতিমালা দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে হতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক, কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — তানভিরআলাপঅবদান ↓ ১৩:০৫, ২১ জুন ২০১০ (UTC)

খালি নিবন্ধ তৈরি সংক্রান্ত সতর্কবার্তা

সম্পাদনা

আপনাকে অনুরোধের পরেও আমি খালি নিবন্ধ তৈরি অব্যাহত রেখেছেন। এ রকম অগঠনতান্ত্রিক সম্পাদনা অব্যাহত রাখলে আপনাকে সাময়িকভাবে বাধাদান করা হতে পারে। — তানভিরআলাপঅবদান ↓ ১৮:৩৯, ২১ জুন ২০১০ (UTC)


এক বাক্যের ভুক্তি তৈরী না করার জন্য আপনাকে বহুবার অনুরোধ করা হয়েছে, কিন্তু আপনি তা অগ্রাহ্য করছেন। কবিদের উপরে যা ভুক্তি তৈরী করেছেন, তাতে অবিলম্বে আরো কিছু লেখা যোগ করুন। নতুবা সেসব খালি ভুক্তি আবারও অপসারণ করা হবে, এবং আপনার সম্পাদনার অধিকারকে সীমিত করা হবে। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০০, ২২ জুন ২০১০ (UTC)

সর্বশেষ সতর্কবার্তা

সম্পাদনা

  আপনার অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক সম্পাদনার প্রেক্ষিতে, আপনাকে প্রদান করা এটিই হচ্ছে সর্বশেষ সতর্কবার্তা। আপনি যদি উইকিপিডিয়ায় এরকম ধ্বংসপ্রবণ সম্পাদনা অব্যাহত রাখেন, যার একটি আপনার দ্বারা ইটশেরি গোবিন্দন নায়র‎ নিবন্ধে সম্পাদিত হয়েছে, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে বাধাদান করা হতে পারে। — তানভিরআলাপঅবদান ↓ ১৪:২৭, ২৩ জুন ২০১০ (UTC)