বছর নিবন্ধ তৈরী শেষের দিকে। ১০০০-২০০৮ হয়ে গেছে। ১-৯৯৯ এখন চলছে। ক্যাটেগরি গু্লিও তৈরী করে দিব এর পরে। আর কোনো নিবন্ধ তৈরীর অনুরোধ থাকলে জানাবেন। --রাগিব (আলাপ | অবদান) ১৭:২৪, ২৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

বেলায়েত, জন্ম/মৃত্যুদিনটি তারিখ নিবন্ধে যোগ করার পাশাপাশি বছর নিবন্ধেও যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
রাগিব ভাই, বছর এর পাতায় এভাবে খুচরা ভাবে না যোগ করে যখন তারিখের পাতা গুলো মোটামুটি একটা পূর্ণতায় চলে আসলে। তখন মাস দেখে দেখে একবারে বছরের গুলো যোগ করতে চেয়েছিলাম। আসলে একসাথেও করা যেত যদি সবাই সাহায্য করতো, কিন্তু এ ব্যাপারে কেউ আগ্রহী মনে হয় না।--বেলায়েত ১৭:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


অসুবিধা নাই, আপনার সুবিধা অনুযায়ী করুন। অন্যরা সাহায্য আস্তে আস্তে করবে, কাউকে না কাউকে তো কাজটা শুরু করতে হবে। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। এই পুরা কাজটা স্বয়ংক্রিয় করা গেলে খুবই ভালো হতো, কিন্তু এই গুলি তো আসলে গুছানো অবস্থায় নাই যে সহজেই প্রোগ্রাম লিখে যোগ করা যাবে। দেখি, আমি পরবর্তীতে আপনাকে সাহায্য করার জন্য অন্ততঃ কোন বছর নিবন্ধকে কোন কোন অন্য নিবন্ধ লিঙ্ক করছে, তার তালিকা তৈরী করে দিব প্রোগ্রাম লিখে। এতে করে কিছুটা হলেও কাজ কমবে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১২, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

প্রবেশদ্বারঃজৈবপ্রযুক্তি সম্পাদনা

আমাকে জৈবপ্রযুক্তির প্রবেশদ্বার তৈরি করতে সাহায্য করূন। ধন্যবাদ। মুনতাসির ১৬:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

আসলে বাংলাউইকিতে যে সকল প্রবেশদ্বার আছে তার নিয়মিত দেখ ভাল করার লোক নাই। মানে একবার তৈরি করে দিয়েছি ব্যাস এখানেই শেষ। নিয়মিত পরিবর্ধন পরিবর্তন নতুন কিছু যোগ করা নিয়মিত নির্বাচিত নিবন্ধ, চিত্র পরিবর্তন করা এসব হয় না। সমস্যা নাই আমি করে দেব। ৩০ মিনিটের ব্যাপার।--বেলায়েত ১৭:০৬, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
বেলায়েত ভাই। এখানে letter spacing এবং word spacing ব্যবহার করলে ইন্টারনেট এক্সপ্লোরার -এ ঠিক দেখালেও মোজিলা ফায়ারফক্স এবং অপেরা তে ঠিক দেখা যাচ্ছে না। যেটা space ব্যবহার না করলে দেখা যায়। আপনি একটু দেখবেন মোজিলা বা অপেরা ব্যবহার করে ঠিক দেখা যাচ্ছে কি না? এই জন্যই পরিবর্তন করেছিলাম। ধন্যবাদ।--রাজিবুল ১৪:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
আরে ভাই আগে তো জিনিসটা শেষ হতে দিন।--বেলায়েত ১৫:০০, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
দুঃখিত। আমি আসলে আপনার revert নিয়ে কোন প্রশ্ন করতে চাইনি। আমার browser settings -এ কোন সমস্যার কারনে এটা হচ্ছে কিনা সেই ব্যাপারটাও নিশ্চিত হতে চাইছিলাম। ধন্যবাদ। এইরকম ভুল আর হবে না। --রাজিবুল ১৫:০৮, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


দুঃখিত। আসলে আমি আগেরটা সম্পাদণা করতে কিছু সমস্যার সমুক্ষিন হচ্ছিলাম। যেমন খালি লিঙ্ক গুলিতে ক্লিক করে ডাটা এন্ট্রি করার পরও প্রবেশেদ্বার এ দেখা যাচ্ছিল না। তাই পরিবর্তন করলাম। ধন্যবাদ। মুনতাসির ১৫:১৫, ১ অক্টোবর ২০০৬ (UTC)

আসলে উইকিপিডিয়ার এইটা একটা সমস্যা। কারও করা কাজ অন্য কেউ যে পরিবর্তন করতে পারবে না এমন কিছু নাই। তবে আমি মনে করি, সমস্যা না থাকলে তথ্য পরিবর্তন করা উচিত না। আমি কিন্তু তথ্যে কিছু পরিবর্তন করি নাই। কারন, কোন তথ্যই ছিল না। শুধু ফর্মেট পরিবর্তন করে ছিলাম। যাইহোক, সামনে সতর্ক থাকতে চেস্টা করব। ধন্যবাদ, প্রবেশদ্বারটা তৈরী করতে আপনার পরিশ্রম হয়েছে, সেজন্য আমি দুঃখিত।মুনতাসির ১৫:৪৪, ১ অক্টোবর ২০০৬ (UTC)

এটা ঠিক কারও করা কাজ অন্য কেউ যে পরিবর্তন করতে পারবে না এমন কিছু নাই। এখানে একটি কিন্তু অবশ্যই আছে। তাহল উপযুক্ত কারণ। অবশ্যই আপনাকে উপযুক্ত কারন দর্শাইতে হবে যে কোন নিবন্ধে বা পাতায় কোন (নিজের আলাপ এবং খেলাঘর পাতা ছাড়া) পরিবর্তন করার জন্য। আর পরিশ্বমতো অবশ্যই হয়েছে। তাই কেউ যদি এর মধ্যে পানি ঢেলে দেয় স্বাভাবিকভাবে খারাপ লাগার কথা। যদি আমি এখন পাতা টি rivert করতাম তাহলে কেমন লাগতো একটু চিন্তা করুন।:}। যা হোক আশা করবো যে সকল প্রবেশদ্বার তৈরি করবেন তার রক্ষনাবেক্ষন করবেন। আমি আগেও আপনাকে বলেছি বাংলাউইকিতে প্রবেশদ্বারকে কাজে লাগানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা।--বেলায়েত ১৫:৫৬, ১ অক্টোবর ২০০৬ (UTC)

মন্তব্য দিন সম্পাদনা

উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#প্রধান পাতা/mockup-এ দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৯, ১২ অক্টোবর ২০০৬ (UTC)

আমি যে Article গুনো লিখি সেগুলোতে অনেক link দিয়ে রাখি পরে লিখবো বলে। আপনি যদি link গুলো del করে দেন তাহলে তো আমি বুঝতে পারবোনা কোন Article গুলো লেখা লাগবে ।--অয়ন ১৬:১৫, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)

লিঙ্ক রাখারা সময় একটু খেয়াল রাখবেন যা লিঙ্ক করছেন তা বিশ্বকোষে রাখার মত ব্যাপার কিনা। যেমন আপনি লিঙ্ক রেখেছেন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এসবের সম্পর্কে একটি বিশ্বকোষে কতটুকু লেখা যায়? দয়া করে ব্যাপারগুলো খেয়াল করবেন। ধন্যবাদ।--বেলায়েত ১৬:৩২, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)
Poet 26 টা, Politician 27 টা ,Author 17 এবং Writer 20 ভাষার wikipedia তে দেয়া আছে। তাহলে বাংলা বিশ্বকোষে এসব সম্পর্কে লেখা যাবে না কেনো? লাল লিংক দেখতে ভালো লাগে না। কিন্তু সব লাল লিংক নীল করাই তো আমাদের ঊদ্দেশ্য ।--অয়ন ২০:৪৬, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)

বেলায়েত ভাই আমি নতুন নিবন্ধ তৈরী করার সময় আবশ্যকীয় নিবন্ধ অনুসরণ করছি। কিন্তু পরে দেখলাম অনেক নিবন্ধ অন্য বানানে আগে থেকেই আছে। নতুন করে লেখার দরকার ছিল না। আবশ্যকীয় নিবন্ধে যদি ঠিক বানানে থাকতো তাহলে এ সমস্যাটা হতো না। আপনি দয়া করে একটু দেখবেন আবশ্যকীয় নিবন্ধের বানানগুলো ঠিক করা যায় কিনা।--অয়ন ০৪:১৮, ২ নভেম্বর ২০০৬ (UTC)

উপাচার্য সম্পাদনা

পারভেজ হ্যারিস বিষয়ক আলাপটা পড়লাম। পারভেজ হ্যারিসের উপর নিবন্ধ থাকা উচিত কিনা জানি না। কিন্তু বাংলা ভাষার একটি বিশ্বকোষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জীবনী থাকাটা মোটেও গুরুত্বহীন বলে আমার মনে হয় না। আর দুই-একটা লাইনের ব্যাপারে এই বলতে চাই, এই বিশ্বকোষে অনেক অনেক অনেক দুই-এক লাইনের নিবন্ধ আছে। যেগুলোর লেখকরা বিষয়গুলো শুরু করেছেন। আশা রাখি, আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।মুনতাসির ১৯:৫২, ৪ নভেম্বর ২০০৬ (UTC)


গবেষক বা অধ্যাপক হিসেবে ঐ সকল জীবনী শুরু করছি না। শুরু করছি শুধু এই কারণে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া না হওয়া আসল কথা না। বাংলাদেশের ইতিহাস বলেন, স্বাধীনতা যুদ্ধ বলেন আর শিক্ষা যাই বলেন না কেন, সব কিছুর সাথেই এই বিশ্ববিদ্যালয় জড়িত বা বলা যায় এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে চলছে। ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয় গুলো ছাড়া দেশের প্রধান প্রধান সকল কিছুই চলছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা। আর কি বলব। আশা রাখি, আমার মনোভাব পরিস্কার করতে পারলাম। ধন্যবাদ।মুনতাসির ২০:১৮, ৪ নভেম্বর ২০০৬ (UTC)

প্রধান পাতা সম্পাদনা

প্রধান পাতায় বিষয় অনুযায়ী উইকিপিডিয়াতে জীবন/ জীববিজ্ঞান এর লিঙ্ক category: জীববিজ্ঞান দেওয়া আছে। অনুগ্রহ করে, এগুলো প্রবেশদ্বার:জীববিজ্ঞান করে দিন। ধন্যবাদ।মুনতাসির ১৫:২৬, ৯ নভেম্বর ২০০৬ (UTC)


প্রথম পাতায় বিষয় অনুযায়ী উইকিপিডিয়া অংশে অনুগ্রহ করে জীববিজ্ঞান এর পাশে অণুজীব বিজ্ঞান, জৈবপ্রযুক্তি, কৃষিবিজ্ঞান প্রভৃতি প্রবেশদ্বারের লিংক দিয়ে দিন।

একটা প্রশ্ন!!! প্রধান পাতায় কি আমি নিজে কোন পরিবর্তন আনতে পারি? নাকি শুধু প্রশাসকরাই পারবে?

ধন্যবাদ মুনতাসির ১৬:৪০, ২৩ নভেম্বর ২০০৬ (UTC)


প্রধানপাতায় পরিবর্তন আনতে শুধু প্রশাসকরাই পারেন। তবে আপনারাও পরামর্শ দিতে পারেন। আমি প্রবেশদ্বার:জীববিজ্ঞান যোগ করে দিচ্ছি। তবে প্রবেশদ্বার:জীববিজ্ঞান নিয়মিত হালনাগাদ করে রাখবেন। ধন্যবাদ।

template:তথ্যছক-বিশ্ববিদ্যালয় সম্পাদনা

I couldn't add the template:তথ্যছক-বিশ্ববিদ্যালয়, would you please add it to রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়? Thanks in advance for your cooperation. Auyon০৪:৫৩, ২৯ নভেম্বর ২০০৬ (UTC)

It is OK now, Thanks to Ragib Bhai. And Thank you for your information also. Auyon --১৫:২৭, ৬ ডিসেম্বর ২০০৬ (UTC)

মোশোডতসে সম্পাদনা

Hi :-)

Thank you very much for helping out with the transcription of মোশোডতসে :-))

I really appreciate it,

Take care,

Peter, Slovakia

জবাব -টিউটোরিয়াল সম্পাদনা

এখানে দেখুন। আমার কাছে ওয়ার্ড সংস্করণ আছে, চাইলে ইমেইল করে দিতে পারি, সুবিধাজনক হতে পারে সেটা। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৮, ২৮ জানুয়ারি ২০০৭ (UTC)

hotmail এ ইমেইল করে দিয়েছি, দুইটা টিউটোরিয়ালেরই ওয়ার্ড ফাইল। --রাগিব (আলাপ | অবদান) ২০:৪২, ২৮ জানুয়ারি ২০০৭ (UTC)

আমার নিবন্ধ সম্পাদনা

আমি সম্প্রতি সেজান মাহমুদের ওপ্র নিবন্ধ শুরু করেছিলাম। তা মুছে দেয়া হয়েছে জানতে পারি কি কেন?

আপনার নিবন্ধটি মুছে দেওয়া হয় নাই। শুধু নিবন্ধে একটি ট্যাগ (উল্লেখযোগ্যতা বা Notability) যোগ করা হয়েছে। দয়া করে সেজান মাহমুদ এর উপরে যে ট্যাগ যোগ করা হয়েছে তা ভাল করে পরুন। আসলে সেজান মাহমুদ সম্পর্কে আপনি খুব বিস্তারিত লেখেননি। দয়া করে ওনার সম্পর্কে বিস্তারিত লিখুন যেন নিবন্ধটির উল্লেখযোগ্যতা (সেজান মাহমুদ এর জীবনী বিশ্বকোষে রাখার মত কেঊ কিনা) প্রমান হয়। তবে তিনি যদি তেমন উল্লেখ করার মত কেউ না হন বা তা যদি আপনি তার নিবন্ধের মাধ্যমে প্রমান করতে না পারেন তাহলে তা মুছে দেওয়া হবে

আর দয়াকরে প্রতি বার্তার শেষে স্বাক্ষর করতে ~~~~ লিখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৭:০৮, ৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

সেজান মাহমুদ প্রসংগে সম্পাদনা

বেলায়েত,

আমি নতুন কন্ট্রিবিউট্রর। অনেক কিছুই জানি না। কোথায় নিবন্ধের যথার্থতা জানা যায়? দয়া করে কিছু সাধারণ জ্ঞান আমরা ব্যবহার করতে পারি। সেজান মাহমুদ বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কারপ্রাপ্ত। তাঁর লেখা বাংলাদেশ টেক্সট বইতে অর্ন্তভূক্ত। যাদের জীবনী এখনও লেখক হিশেবে দেয়া আছে, তাদের ক'জনের এই অর্জন আছে? দুই হলো, একটা অর্সম্পূণ লেখা দিলাম যাতে তা কেউ সর্ম্পূণ করতে পারে। আশা করি আমার কথায় কিছু মনে করবেন না। আমার আরেকটি প্রশ্ন, কি করে একটি নাম একটা ক্যাটাগরি তে লিখতে পারি, যেমন, শওকত ওসমান লিখবো, শ এর নিচে? জানালে বাধিত হবো। Kaushik ১৭:০১, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)কৌশিক

ধন্যবাদ সম্পাদনা

বেলায়েত,

আপনাকে ধন্যবাদ। তবে এটাও বলি, এ ধরণের কাজের জন্য বিবিধ বিষয়ে জ্ঞান আছে এ রকম লোকদের নিয়ে উপদেষ্টা পর্ষদ করা যায়। তা না হলে বাংলাদেশের অধিকাংশ মানুষ শুধু জনপ্রিয় লোকদের চেনে। ভালো সাহিত্যিকদের চেনে না। পরিচিত হলেই ভাল নাও হতে পারে। তা ছাড়া যারা এটার বিচার করছে তাদের সাহিত্য ও সাহিত্যের ইতিহাস নিয়ে কতটুকু জ্ঞান তাও বিবেচ্য। যেমন ধরুন, তালিকায় একজনের নামে আছে যিনি নাটক লেখেন, সাংবাদিক তাই সবাই তাকে চেনে, কিন্তু তার সাহিত্যের তেমন কোন স্বীকৃতি নাই, যদিও অনেক বই প্রকাশিত হয়েছে। অথচ হাসান আজিজুল হক বা মাহমুদুল হক এদের নামই হয়তো বেশীর ভাগ মানুষ জানে না,কিন্তু তারা বাংলা সাহিত্যের বিশেষ জায়গায় স্থান করে আছেন। যাই হোক, আমি জানা শোনা লোক বলে দাবি কর বো না, কিন্তু যথেস্ট জানার চেষ্টা করি, আস্থা রাখতে পারেন। ধন্যবাদ।Kaushik ১৭:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)কৌশিক


আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে ভাই উইকিপিডিয়াকে কোন ভাবেই কোন ব্যক্তির সম্পর্কে বিজ্ঞাপন দেওয়ার জায়গা হিসেবে ব্যবহার করতে দেওয়া হয় না বা যায় না। যদি উইকিপিডিয়াকে কেউ সেরকম মনে করে থাকে তাহলে তিনি অবশ্যই ভুল করেছেন বা উইকিপিডিয়া সম্পর্কে ভুল জেনেছেন। ধন্যবাদ।--বেলায়েত ১৮:০৪, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

অভিনন্দন সম্পাদনা

বেলায়েত, স্নাতক ডিগ্রি লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৪, ৯ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)


ধন্যবাদ রাগিব ভাই। দোয়া করবেন আমি যেন একজন দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়তে পারি।--বেলায়েত ১৫:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

ধন্যবাদ সম্পাদনা

আপনার উৎসাহ পেয়ে আরো ভালো লাগছে, আরো উদ্দীপনা পাচ্ছি। কেমন হচ্ছে সুযোগ পেলেই জানাবেন। আমি অবশ্য একটু ধীর প্রকৃতির। ফলে খুব বেশি কিছু হয়তো সংযোজন করতে পারবো না।

iw link of প্যালেস্টাইন সম্পাদনা

এটা করা নাই, করলে কোন en নিবন্ধের সাথে করা হবে / যায়। ঝামেলা তো রয়েই গেছে। প্যালেস্টাইনের আলাপ পাতায় আলাপ থেমে গেছে।--mak ২০:০১, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)

আমি করে দিচ্ছি। আসলে এ ঝামেলা আমাদের পক্ষে মেটানোর উপায় নাই। এতা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে।--বেলায়েত ২০:১৪, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)

সাম্প্রতিক উদ্যোগ সম্পাদনা

নিবন্ধ মান নির্দেশের ব্যাপারে আপনার সাম্প্রতিক উদ্যোগগুলি ভাল হচ্ছে। আমার হাতে আপাতত সময়ের অভাব, সময় পেলে ঠিকঠাক করতে সাহায্য করব। --অর্ণব (আলাপ | অবদান) ১১:০৯, ২১ এপ্রিল ২০০৭ (UTC)

এখন এডিট করতে পারছি। -- মুহাম্মদ ১৬:৩১, ২১ এপ্রিল ২০০৭ (UTC)

সাইট নোটিস সম্পাদনা

নিবন্ধ পাতায় তো দেখা যাচ্ছিলো। অন্যত্র ক্যাশে খালি করার দরকার হতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩৮, ২২ এপ্রিল ২০০৭ (UTC)

পরীক্ষা নিয়ে ব্যাস্ত। আগামীকিল কি ক্যাম্প হবে? হলে স্থান ও সময় জানান। আসার চেষ্টা করব। তবে নিশ্চিত বলতে পারছি না। একে তো থাকি দূরে, তার উপর পরীক্ষা। তবে আপনি জানান, আমি চেষ্টা করব। -- 203.112.223.66 ১৭:০২, ২৭ এপ্রিল ২০০৭ (UTC)

বহিঃসংযোগ সম্পাদনা

আমরা বহিঃসংযোগ বানানটা পছন্দ করছি। আলোচনা সভায় আর্কাইভে দেখুন।--অর্ণব (আলাপ | অবদান) ১৭:১২, ২১ মে ২০০৭ (UTC)

সাহায্য সম্পাদনা

কি ভাবে সূচিপত্র তৈ্রি করব ?--Bisuda ১৮:৩৩, ২৮ মে ২০০৭ (UTC)বিশুদা

ধন্যবাদ। ক্যাম্পিংয়ের ব্যাপারে কি ভাবছেন? সম্পাদনা

আমার প্রশাসক হওয়ার আবেদনে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ। আমাদের কাজ অব্যাহত থাকবে। একসাথে কাজ করতে পেরে ভাল লাগছে। আমাদের একটি ক্যাম্পিং করার মাধ্যমে পূর্ণোদ্দমে কাজ শুরু করা দরকার। প্রথম ক্যাম্পিংয়ের ব্যাপারে কি চিন্তাভাবনা শুরু করেছেন। শুরু করলে জানাবেন। আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে। একটি উইকি-আড্ডা করা যেতে পারে। ইচ্ছা থাকলে জানাবেন। -- মুহাম্মদ ০৫:১২, ৬ জুন ২০০৭ (UTC)

ডুপ্লিকেট অর্থ সম্পাদনা

যেগুলোকে আমি ডুপ্লিকেট বলে রিডাইরেক্ট করেছি সেগুলোর অর্থ হচ্ছে এগুলোর টেম্পলেট আগেই তৈরী হয়েছে। তাই রিডাইরেক্ট করে দিলেই চলে। মুছে ফেলা উচিত নয় এগুলো, কারন তাহলে ইংরেজী উইকি থেকে কপি করতে সমস্যা হবে। আর যে টেম্পলেটগুলো আপডেট করছি সেগুলোতে সামান্য ভুল আছে। flag টেম্পলেট টা এই টেম্পলেটগুলো ব্যবহার করে। আপনি দেখতে পাবেন ইংরেজী টেম্পলেটগুলোয় flag template এর পাশে নাম ইংরেজীতে দেখাচ্ছে। সেটাই সংশোধন করছি আরকি। ধন্যবাদ। --মাকসুদ ১৯:৫৬, ১০ জুন ২০০৭ (UTC)

বয়স বের করার বাংলা টেম্পলেট সম্পাদনা

আমি বয়স বের করার বাংলা টেম্পলেট করেছি। দেখুন

  • {{Death date and age|1993|2|24|1941|4|12}} দিলে দেখাবে ২৪ ফেব্রুয়ারি ১৯৯৩(1993-02-24) (বয়স ৫১)

সব প্যারামিটার ইংরেজীতে দিতে হবে। ঠিক আছে কি না দেখবেন। --মাকসুদ ২০:২৩, ১৫ জুন ২০০৭ (UTC)

ধন্যবাদ।--বেলায়েত ০৪:১৩, ১৬ জুন ২০০৭ (UTC)

উইকিম্যানিয়া সম্পাদনা

ঐটার খবর কী? --রাগিব (আলাপ | অবদান) ০৯:৩১, ২৮ জুন ২০০৭ (UTC)

উইকিম্যানিয়ার খবর ভাল। ওরা বাংলাদেশের মত অন্যান্য যাদের তাইওয়ানের ভিসা নিতে সমসা তাদেরকে ল্যান্ডিং ভিসা দেওয়া যায় কিনা তা তাইওয়ান সরকারের সাথে কথা বলছে। আমাকে টিকিট বুকিং এবং ল্যান্ডিং ভিসার ইনকোয়ারির জন্য তথ্য পাঠাতে বলছে। আমি তা আজকে পাঠিয়েছি।--বেলায়েত ০৯:৪১, ২৮ জুন ২০০৭ (UTC)

প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড সম্পাদনা

আয়ারল্যান্ড বলতে কিন্তু আয়ারল্যান্ড দ্বীপ বোঝায়। যদি আয়ারল্যান্ড রাষ্ট্রের নাম জানতে চান তাহলে আপনাকে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড খুজতে হবে। সেরকম আমিও জানতাম তাইওয়ান একটা দেশ। পরে জানলাম তাইওয়ান দেশের অফিসিয়াল নাম প্রজাতন্ত্রী চীন। তাইওয়ান এই দেশের একটি দ্বীপ। তাই আরকি... । সাম্প্রতিক পরিবর্তনে আমি প্রায় চোখ রাখি ... । ধন্যবাদ।--μακσυδ ০৯:২৫, ৩ জুলাই ২০০৭ (UTC)

The information was not related to this person so I have deleted the information. সম্পাদনা

The information was not related to this person so I have deleted the information.

comments-এ রেখে দেয়া আপনার ইদানিংকার কিছু মন্তব্য চোখে পড়ছে। এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকাই ভাল। আমরা এখানে সবাই বাংলা উইকিপিডিয়ার ভালোর জন্যই কাজ করছি। অপরের সদিচ্ছার প্রতি আস্থা রাখা ও অহেতুক তীর্যক মন্তব্য থেকে বিরত থাকাই উইকিশিষ্টাচার। আপনি জিনিসটাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে না দেখে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। আপনি উইকিতে যোগ দেয়ার অনেক আগে থেকেই আমি এখানে আছি। একা একাই অনেক নিবন্ধ শুরু করেছি। কিন্তু কেউ আসেনি দেখে উল্টোপাল্টা মন্তব্য লিখে রাখিনি। আপনি-আমি এখান থেকে চলে যাওয়ার পরেও আরও অনেকে আসবেন। নিবন্ধ খালি দেখে উত্তেজিত বা ক্ষুব্ধ হবার কিছু নেই। আপনাকে যদি উইকির বাইরের কেউ এ নিয়ে বিরক্ত করে, মোটেও পাত্তা দেবেন না। বরং বলবেন শুধু শুধু কথা না বলে এখানে এসে সাহায্য করতে। আজকে খালি, কালকে পূরণ হবে। আপনাকে অনেক, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আমাদের কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া নাই। আর ইংরেজি ও অন্যান্য ভাষার অনেক উইকিপিডিয়াও এই একই পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছে। মনে করুন, আগামী ছয় মাস-এক বছরের মধ্যে বেশির ভাগ খালি নিবন্ধ মোটামুটি একটা জায়গায় এসে যাবে। এ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিন। আর দুষ্টলোকের কথায় কান দিবেন না। আপনি এ পর্যন্ত বাংলা উইকির জন্য যা করছেন, এবং করে চলেছেন, তা সবই ঠিক ঠাক আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নিজেদের প্রতি নিজেদের কটুক্তি না করাই ভাল। আমার চামড়া মোটা তাই কিছু বলছি না। কিন্তু এ ধরনের মন্তব্য অন্যদেরকে নিরুৎসাহিত করতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:০৩, ২১ আগস্ট ২০০৭ (UTC)


কাউকে উদ্দেশ্য করে অবশ্যই আমি কিছু লিখিনি। এমনকি কোথাও আমি নিবন্ধ দাতা উল্লেখ করেও কোন মন্তব্য করিনি। সুতরাং কারও ব্যক্তিত্বে লাগে এমন কিছুই লিখিনি। আর অর্ণব ভাই আপনার চামড়া মোটা একথাটাও ঠিক না। আমি স্বিকার করছি আপনি আমার উইকিতে যোগ দেওয়ার অনেক আগেই উইকিতে যোগ দিয়েছন, তাই বলে কি আর আপনার ভুল ত্রুটি হতে পারে না? মাফ করবেন আমি বলতে বাধ্য হচ্ছি, মানুষকে এ ব্যপারটা সম্পর্কে না জানালে তাদের আসাটা কিভাবে আশা করা যায়। অন্তত আমিতো শুনিনি আপনার কাছ থেকে। যাক সে কথা। পাতা তৈরি করেছেন ঠিকই কিন্তু সেগুলোকে কি নিবন্ধ বলা ঠিক হবে, সেগুলো তো স্টাবের পর্যায়ও পরে না। আর নিবন্ধের বিষয়গুলোও সম্পর্কে বলে তর্কে জড়াতে চাই না। আমি লজ্জাজনক মন্তব্য করেছিলাম এ জন্য যে এতদিনেও আমরা এধরনের পাতাকে নিবন্ধতো দুরে থাক স্টাবের পর্যায়েও নিতে পারিনি। যেনো পাতা শেষই হতে চায় না। আর আপনার মত এমন একজন অগ্রজ ইংরেজী বা অন্য উইকির উদাহরণ দিয়ে নিজেকে ছোট করবেন না দয়া করে। যাক হয়তো মন্তব্যগুলো আপনার মনে লেগেছে এবং ব্যথা দিয়েছে, এর জন্য দুঃখিত। কিন্তু খালি নিবন্ধগুলোর প্রতি আপনার সদয় দৃষ্টি কামনা করছি। অন্তত দুই লাইন যোগ করে নিবন্ধগুলো স্টাবের মর্যাদা দিন। অন্তন একটা ইন্টারউইকি তো আশা করা যায়। আমি আমার নিজের সম্পর্কে না বলাটাই শোভনীয় মনে করছি আর উইকিপিডিয়াকে নিয়ে দুঃশ্চিন্তার পর্ব আগেই শেরে ফেলেছি। অবশ্যই আমি একসাথে কাজ করতে চাই, এ জন্যই আপনাদের সবাইকেই কোন উইকিপ্রকল্প বা আইডিয়া সম্পর্কে মতামত, মন্তব্য করতে বলি। আসুন বাংলা উইকিপিডিয়াকে কিভাবে মানুষের কাছে পৌছে দেওয়া যায়, কিভাবে আরও উইকিপিডিয়ান তৈরি করা যায় তা নিয়ে ভাবি এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, সাথে খালি পৃষ্ঠা নামে নিবন্ধ, পাতা গুলোকে কিছু একটা রুপ দেই। আমার কথাগুলো কিছুটা খাপ ছাড়া লাগলে মাফ করবেন। শরীর ভাল না।--বেলায়েত ১৮:১০, ২১ আগস্ট ২০০৭ (UTC)
আপনার কথাবার্তা অত্যন্ত ইমোশনাল, খাপছাড়াতো বটেই। এ ধরনের প্রকল্পে প্যাশন-ইমোশনের দরকার আছে, কিন্তু সেটা ইতিবাচক হতে হবে, নেতিবাচক নয়। আমার মনে হচ্ছে আপনি নিজের উপর অযথা গুরুদায়িত্ব চাপিয়ে দিয়ে দুশ্চিন্তা করছেন। প্রশাসকের মাথা হতে হবে বরফের মত ঠান্ডা। আবারও বলছি, ধৈর্য ধরুন। নিজের উপর অযথা চাপ সৃষ্টি করার দরকার নেই। অন্যের কথায় কান দেবেন না। ধীরে সুস্থে কাজ করে যান। খালি নিবন্ধগুলি নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন; ওগুলি যথাসময়ে ধীরে ধীরে আপনা আপনি পূরণ হয়ে যাবে। স্বেচ্ছাসেবীদের উইকি এভাবেই বিবর্তিত হয়। জোর করার কোন দরকার নেই। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৪, ২১ আগস্ট ২০০৭ (UTC)
"Bellayet/সংকলন ০২"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।