শহীদস্মৃতি মহাবিদ্যালয় : প্রতিষ্ঠাতা জনাব সাজ্জাদুল হাসান । মোহনগঞ্জের শিক্ষা-সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রেখে চলেছেন যিনি তাঁর একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে গিয়ে খুবই ভাল লাগল এর ভৌত অবকাঠামো , শিক্ষক কর্মচারী বিশেষত এর সার্বিক পরিবেশ । আমার আরেকটি অনুভূতি কাজ করেছে কলেজের শিক্ষকতায় নিয়োজিত আমার প্রিয় ছাত্র ছাত্রীদের দেখে । এদের মাঝে Moni Jaman , Ashraf Khan, চাঁদনী, হিমেল আমাকে দেখে ও আমি তাদের দেখে একটি আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। সিনিয়রদের মধ্যে রয়েছেন প্রিয় কবি রইস মনরম। এক ঝাঁক তরুণ শিক্ষকের পদচারণায় কলেজের শিক্ষা কার্যক্রম বেশ প্রাণবন্ত ও উজ্জীবিত বলে মনে হল । বিকাল ৩ টার পরেও দেখলাম শিক্ষার্থীরা কলেজে ক্লাস করছে । ভাটি বাংলার শিক্ষা বিস্তারে এই মহাবিদ্যালয় আলোকবর্তিকা হয়ে কাজ করবে যুগযুগান্তরে ।

AymanAridh সম্পাদনা

এখানে বিভিন্ন প্রকার তথ্য জানতে পারবেন!@Aymanaridh 103.179.208.32 (আলাপ) ১৭:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন