নতুন আলাপ

সম্পাদনা

কখনই ভাববেন না যে আপনি নতুন হিসেবে অনেক কথা বলে ফেলেছেন। উইকিপিডিয়া তে সকল স্বেচ্ছাসেবকরা সমান মতামত রাখতে পারে। তাই আপনি নতুন হলেও আপনারও সমান মতামত রাখার অধিকার আছে। আর আপনি যে উপদেশটি দিয়েছেন সেটি অবশ্যই আমি মানবো। আমার কাছে একটি তালিকাও আছে কোন নিবন্ধগুলো ভালো অবস্থায় নেই। তাই আমি আমার পছন্দের মতন নিবন্ধগুলো তৈরি করে নিয়েই ওগুলোকে সমৃদ্ধ করার কাজে হাত লাগাব। খুব ভালো থাকবেন। আলাপ হয়ে ভালো লাগলো। Wiki-Ayan ১৬:২২, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)

চিত্র:এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের লোগো.png দ্রুত অপসারণ

সম্পাদনা
 

চিত্র:এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের লোগো.png নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

Vector version available

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের লোগো.png|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ০৬:৩২, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন