বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:৩১, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর 2021 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখার জন্য সকলেই স্বাগত, কিন্তু নিবন্ধগুলো কোনো কারণ ছাড়াই স্থানান্তর করা উচিত নয়, যা আপনি - এর ক্ষেত্রে করেছেন। নিবন্ধের এমন একটি নাম থাকা দরকার যা একইসাথে সঠিক এবং সহজাত। এটিতে সহায়তার জন্য উইকিপিডিয়ায় কিছু নির্দেশিকা রয়েছে। সাধারণত, যদি বর্তমান নামটি এই নির্দেশিকাগুলি অনুসরণ না করে তবে কোনও পাতা কেবলমাত্র নতুন শিরোনামে স্থানান্তরিত হওয়া উচিত। এছাড়াও, যদি কোনও পাতার শিরোনাম নিয়ে আলোচনা করা হয়, তবে কেউ পৃষ্ঠাটি স্থানান্তর করার পূর্বে ঐকমত্যের প্রয়োজন হবে। বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানার জন্য স্বাগতম পাতাটি একবার দেখুন। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:০৭, ১৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল পেজটির শিরোনাম 'গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল' হবে। কারন স্কুল দ্বারা এই নামটি পরিবর্তন করা হয়েছে আর আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। নিয়ম না জানার জন্য শিরোনাম পরিবর্তন করতে গিয়ে ভুলবশত এমনটি হয়েছে। তাই অনুগ্রহ করে পেজটির শিরোনাম 'গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল'-এ পরিবর্তন করলে উপকৃত হতাম। ধন্যবাদ।
শিক্ষার্থী,এস.এস.সি-২০২১ -- Ahabyte (আলাপ) ০৪:১৫, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
নাম পরিবর্তনের সমর্থনে সপক্ষে কোনো তথ্যসূত্র দিতে পারবেন? -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৬:০১, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
http://schools.web.com.bd/listing/govt-science-college-attached-high-schoo. ওয়েবসাইটটি এমেইনটেনেন্সের জন্য লিঙ্কটি ডাউন আছে। লিঙ্কটি আমাদের স্যার ইংলিশ উইকিপিডিয়ায় তথ্যসূত্র হিসেবে দিয়েছিলেন। https://en.wikipedia.org/wiki/Government_Science_High_School -এখানে তথ্যসূত্রটি দেওয়া আছে। -- Ahabyte (আলাপ) ০৯:২৮, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
গুগল করে বুঝতে পারলাম ২০১৯ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে। তাহলে ওই নামে স্থানান্তর করা যায়। কিন্তু ইংরেজি ও বাংলা উভয় নিবন্ধেরই ব্যপক সংশোধন প্রয়োজন। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৯:৩৮, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। তাহলে অনুগ্রহ করে পেজটির শিরোনাম 'গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল'-এ পরিবর্তন করে দিলে উপকৃত হতাম। আসলে শিক্ষকেরা প্রযুক্তির ব্যাপারে এত দক্ষ না তো, তাই নিবন্ধগুলোতে ভুল রয়েছে অনেক। -- Ahabyte (আলাপ) ০৯:৪৬, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Ahabyte ঠিক আছে, করে দিচ্ছি। সময় পেলে কিছু সংশোধনও করে দিবো। তবে একটি প্রশ্ন, আপনি কী একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন? উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা নিষিদ্ধ। আপনার মূল অ্যাকাউন্ট কোনটি? শুধু সেটাই ব্যবহার করুন।   -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫১, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দুঃখিত। আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন করেছেন। কিন্তু স্বাক্ষর পরিবর্তন করেন নি। এজন্য ভেবেছিলাম, হয়তো একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। দয়া করে, বিশেষ:পছন্দসমূহ পাতায় গিয়ে স্বাক্ষরটি পরিবর্তন করুন। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫৭, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দুঃখিত। স্বাক্ষর কিভাবে পরিবর্তন করতে হয়? আপনার দেওয়া লিঙ্ক এ গিয়ে তো দেখলাম স্বাক্ষর আমার নাম এই আছে। -- Ahsanullah Al Mamun (আলাপ) ১৭:৩২, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, ইদ মানেই আশা, ছোট ছোট খুশি। প্রিয়জনদের সঙ্গে কাটানো এই ইদটি হয়ে উঠুক আপনার জন্য আনন্দময় এবং স্মরণীয়। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 2টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 30টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:২৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন