বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৭:৪৬, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

কবিতা সম্পাদনা

আমার লেখা গুলো সংরক্ষণ স্বজন নাহিদ (আলাপ) ০৭:৫০, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কবিতা সম্পাদনা

সমুদ্রের ঢেউ ঢেউ খেলা; চোখের জলে।।স্বজন নাহিদ

কখনো কখনো স্বপ্ন দেখাও পাপ- কলঙ্কিত জীবনে গোলাপ পাতার ভেজা জলে, হয়তো শিহরন জাগে- তবে শান্তিময় কোনো স্পর্শ পাই না।

শিরচ্ছেদর মৃত পাঁঠার রক্তের মতো, মনের ভেতরে জমাট বাঁধে সমূহকষ্ট- প্রিয়তমার বিছাতু কথার স্পর্শে; ভালবাসায় বাড়ে জ্বলন।

সময়ের ব্যবধানে এভাবেই পুড়ছি আমি- পুড়ছে রক্তিম সূর্য; তার সাথে আরো যেনো পুড়ে খাঁক প্রেমের সজীবতা।

পৃথিবীর কাছে রাত মানে সীমাহীন ঘুম, অর্ধমৃত্যু আমার চোখে তার সমুদ্রের ঢেউ ঢেউ খেলা; চোখের মনিতে আলো নিভে নিভে আসা অন্ধকার

রাতজাগা পাখি এই আমি- রজনী ভেঙে ফেলা ঝিঁ ঝিঁ পোকার সুরে সুরে জোনাকিদের অপরূপ নৃত্য দেখি। সত্যি বলছি প্রিয়ে; ভুলেছি তোমাকে রাতের প্রেমে পড়ে হারিয়েছি কিংবা- বলতে পারো তাড়িয়েছি ঘুম দু’চোখের কিনারা থেকে।

স্বজন নাহিদ (আলাপ) ০৭:৫৬, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন