বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

পিরোজপুর অঙ্কুর সাহিত্য সাময়িকী

সম্পাদনা

== প্রথম পত্রিকা ==

পিরোজপুরের প্রথম মাসিক নিবন্ধিত সাহিত্য পত্রিকা অঙ্কুর সাহিত্য সাময়িকী। প্রকাশক : মোসা : রহিমা খানম, সম্পাদক : আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক : মুহাম্মদ মিজানুর রহমান

=== পত্রিকাটির উদ্দেশ্য ===

অত্র অঞ্চলের মানুষের মাঝে সাহিত্যের রসবোধ তৈরি করা। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজকে সমাজ বিধ্বংশী নানারকম কার্যকলাপ থেকে বিরত রেখে সাহিত্যচর্চায় উৎসাহিত করণ।

=== পত্রিকাটির ধরণ===

এটি একটি মাসিক পত্রিকা। প্রথম প্রকাশিত হয় 2017 সালে। লেখার গুণগত মান ও অন্যান্য দিক বিবেচনায় একটি জেলা শহরে এটি একটি ব্যতিক্রমী প্রকাশনা।

===== যা করে পত্রিকাটি=====

পত্রিকাটি কবিতা, গল্প, প্রবন্ধ ও ছোটগল্প প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায় উদীয়মান লেখকদের পরিচয় তুলে ধরে। সেইসাথে বিভিন্ন লেখকের সাহিত্যকর্ম নিয়েও আলোচনা করে থাকে।

===== তথ্য সূত্র =====

http://www.pirojpur.gov.bd/site/view/newspapers/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE