এস এম শফিক (জন্ম-১৩ মার্চ ১৯৮৩) । তিনি সাংবাদিক এস এম শফিক নামে এলাকায় বহুল পরিচিত । তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের চিতরাটিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ আছিয়া খাতুন । ২০১০ সালে তিনি দৈনিক বাস্তবায়ন ও সাপ্তাহিক গণধ্বনি পত্রিকায় প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে তিনি বাংলাদেশ জাতীয় বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন । ২০১৬ সালে news71online.com নিউজ৭১অনলাইন.কম এ সহকারী সম্পাদক হিসেবে নিয়োগ পান । তিনি একজন কবি ও সাহিত্যিক । এ পর্যন্ত তিনি অসংখ্য গান,ছড়া-কবিতা ও গল্প রচনা করেছেন । বাংলাদেশ জাতীয় বেতার,বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারী রেডিও টিভিতে তাহার গান প্রচার হচ্ছে । জনপ্রিয় কন্ঠশিল্পী আশরাফ উদাস, বজলুর রশিদ, মুজাম্মেল হক ফকির,মিতু ইসলাম, বাসার তালুকদার সহ রেডিও টিভির কন্ঠশিল্পীগণ তাঁর লেখা গান পরিবেশন করেন । ২০০৬ সালে তাঁর লেখা প্রথম গানের এ্যালবাম ”সুদুরিকা” প্রকাশিত হয় । তিনি একমাত্র কণ্যা ফাল্গুনী শফিক উর্মি ও সহধর্মীনী মিসেস খালেদা শফিককে নিয়ে রাজধানীর পার্শবর্ত্বী এলাকা আশুলিয়ার কুমকুমারীতে বসবাস করছেন । ইউআরএল=https://news71online.com/view_details.php?data=others&sn=67556 |ওয়েবসাইট=news71online.com | সংগ্রহের-তারিখ=১৬ জুন ২০১৯}}</ref>[[১]]