Aishik Rehman (আলাপ) ১৮:৩০, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শৈলবালা (আলাপ) ১৯:৩৮, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি) জীবনী লক্ষণ কুন্ডু শৈলবালা (আলাপ) ১৯:৩৮, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

লেখকের নাম :- লক্ষণ কুন্ডু। পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতীয় নাগরিক। বাংলা সাহিত্যের কবিতা লেখক। জন্ম তারিখ :- ০১/০১/১৯৮০ সালে। ==

    • লেখকের বংশ পরিচয়।

লেখকের নাম :- লক্ষণ কুন্ডু। পিতার নাম :- মৃত নারায়ণ কুন্ডু ।

মাতার নাম : - সন্ধ্যা কুন্ডু ।
    • ঠিকানা :- == কালীনগর বারীন ঘোষ রোড,

পোস্ট অফিস:- কৃষ্ণনগর, থানা:- কোতয়ালী, জেলা:- নদীয়া,পিন নম্বর:- ৭৪১১০১ পশ্চিমবঙ্গ,ভারত । মোবাইল নাম্বার:- +919735748283 Email I'd :- laxmankundu1980@gmail.com

    • জন্মস্থান :-== লক্ষণ কুন্ডু নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের অন্তর্গত কালীনগরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
    • পড়াশোনা :-== কালীনগর হাই স্কুল ( উচ্চ বিদ্যালয় ) থেকে পড়াশোনা করেছেন।
    • বিশিষ্ট লেখকের সান্নিধ্য লাভ :-== কবি লক্ষন কুন্ডু জীবনে চলার পথে। বিশিষ্ট সাহিত্যিক শ্রী শিবনাথ চৌধুরী, শ্রী সুকুমার ব্যানার্জি, শ্রী প্রলয় চৌধুরী এবং কবি শ্রী শঙ্কর ঘোষ (অমর) ও লেখকের অত্যান্ত প্রিয় কবি বন্ধু শ্রী কুমার শঙ্কর অধিকারীর মতো স্বনামধন্য ব্যক্তিদের আশির্বাদ পেয়েছেন।


    • সাহিত্য চর্চা :- == স্কুল জীবন থেকে লেখালেখি শুরু করেছেন। কর্ম জীবনের পাশাপাশি লেখালেখি করতে ভীষন ভাবে পছন্দ। স্থানীয় পত্র পত্রিকায় নিয়মিত লেখক।
কবি সাহিত্য ও বেতার জগৎ-এর সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন । বেতার বন্ধন পরিবারের জেলা প্রতিনিধি ও রেডিও ভেরীতাস এশিয়া বাংলা বিভাগের টপ ফ্যান । বিভিন্ন কাব্যগ্রন্থে ও লিটিল ম্যাগাজিনে  লেখা কবিতা প্রকাশিত হয়েছে। 
    • প্রকাশিত বই == কবিতা সংকলন ১ , নদীয়া দর্পন , আন্তর্জাতিক মুক্তি সাহিত্য পত্রিকা , কবিতা কুটির নিবেদিত-কবিতা সংকলন ২ , বেতার বন্ধন পত্রিকা।
    • সন্মানিত :- মুক্তি আন্তর্জাতিক সাহিত্য সন্মানে সন্মানিত।

তথ্যসূত্র :- == বাঙালি লেখকদের আত্মজীবনী প্রথম খন্ড। সম্পাদনায় শংকর হালদার শৈলবালা। শৈলবালা (আলাপ) ১৯:১৮, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শৈলবালা (আলাপ) ১৯:৩৮, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রবন্ধ তৈরীর বিষয়ে। সম্পাদনা

কি ভাবে উইকিপিডিয়ার মাধ্যমে প্রবন্ধ তৈরি করতে হয়। আমাকে দয়াকরে জানাবেন। অনেক বার চেষ্টা করে বিফল হয়েছি।শৈলবালা (আলাপ) ০৯:৫০, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:শৈলবালা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য ব্যবহারকারী:শৈলবালা পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ব্য৫ ধারা অনুযায়ী করা হয়েছে,, কারণ পাতাটিতে লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও নিখরচায় ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসার মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Aishik Rehman (আলাপ) - ২২:৩৭, ১০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন