আমি এই প্লাটফর্মে নতুন ।আমি অবদান রাখতে আগ্রহী। কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিনা...।

নিচে আপনাকে যে স্বাগতম বার্তা দেওয়া হয়েছে তার ভেতর কিভাবে শুরু করবেন তার একটা ধারনা দেওয়া আছে। যদি সম্ভব হয় পড়ুন। বিশেষ কিছু জানতে চাইলে প্রশ্ন করুন।

সাধারণতঃ চারটা জিনিষ করার থাকে ১। কোন ইংরেজি নিবন্ধ যার বাংলা নাই সেটাকে বাংলা অনুবাদ করুন ২। কোন একটা বিষয়ে আপনি ভাল জানেন এবং পর্যাপ্ত তথ্যসুত্র আছে, কিন্তু সেটা নিয়ে কোন নিবন্ধ উইকিপিডিয়াতে নাই, সেটা তৈরি করুন। ৩. উইকিপিডিয়াতে অলরেডি আছে এমন নিবন্ধ তে নতুন তথ্য যোগ করুন ভুল তথ্য বাদ দিন অথবা অনুবাদ এ ভুল আছে সেটা কারেকশন করুন তবে খেয়াল রাখবেন যেন আপনার কাছে আপনার কাজের পক্ষে পর্যাপ্ত তথ্যসুত্র থাকে। ৪। উইকিপিডিয়াতে অনেক বাংলা নিবন্ধ আছে ২/৪ লাইনের সেগুলো কে পুরাদস্তুর নিবন্ধে রুপদান করুন। --Enamul (আলাপ) ০১:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন


স্বাগতম বার্তা সম্পাদনা

সুপ্রিয় শামরিন হাসনাত, উইকিপিডিয়ায় স্বাগতম!

এই মুক্ত বিশ্বকোষে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয়, তবে নিচের সাহায্য পেতে অংশটি দেখুন বা আপনার আলাপ পাতায় {{সাহায্য করুন}} যোগ করে আপনার প্রশ্নটি করুন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামের   চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (~~~~) যোগ করে নাম স্বাক্ষর করতে ভুলবেন না; এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। এছাড়াও, সর্বদা সম্পাদনা সারাংশের ঘর পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। নিচে কিছু পৃষ্ঠা দেয়া হল, যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে। আপনার সম্পাদনা শুভ হোক!

শুরু করুন
আপনার কাছাকাছি খুঁজুন
নিবন্ধ সম্পাদনা করা
সাহায্য পেতে
কীভাবে আপনি সাহায্য করতে পারেন