বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

উইকিপিডিয়ায় নতুনদের অভিজ্ঞতার উন্নতিতে মতামত কাম্য! সম্পাদনা

 
সম্পাদনা-পরবর্তী বার্তা।

সুপ্রিয় @শান্ত চন্দ্র সেন: শুভেচ্ছা নেবেন। আমি লক্ষ্য করেছি যে আপনি সম্প্রতি উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেছেন। স্বাগতম!

আমি অংকন, গ্রোথ দলের সাথে যুক্ত আছি। এই দলের উদ্দেশ্য হলো কিছু সম্পাদনার পরামর্শ দেয়ার মাধ্যমে নবাগতদের ভালো সম্পাদনা করতে সহায়তা করা। এই কাজ ও ভবিষ্যৎ নকশা নিয়ে গ্রোথ দলের কিছু প্রশ্ন আছে। আশা করি আপনি কিছু সময় দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের সহায়তা করবেন।

নবাগতরা যখন একটি সম্পাদনা শেষ করবেন, তখন আমরা পাশের ছবিটির মত "একটি পরামর্শকৃত সম্পাদনা করার চেষ্টা করুন" বার্তাটি তাদের দেখাব। আমরা প্রত্যেক অবদানকারীকে এই বার্তাটি এক বা দুইবার দেখাব।

আমরা আপনার মতামত চাই নিম্নলিখিত প্রশ্নে:

  • এই বার্তাটি কি আপনাকে পরামর্শকৃত সম্পাদনা সম্পর্কে জানতে আরো আগ্রহী করে তোলে?
  • এই নকশা কি আপনাকে পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করে?
  • এই নকশা বা বার্তা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য আছে?

আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Ankan (WMF) (আলাপ) ০৯:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন