ব্যবহারকারী আলাপ:মো সোহানুর রহমান/খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাম্প্রতিক মন্তব্য: মো সোহানুর রহমান কর্তৃক ৩ বছর পূর্বে "আপত্তি" অনুচ্ছেদে

আপত্তি সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



এই নিবন্ধের জন্য একটি উপযুক্ত তথ্যসুত্র দিয়েছি (ফেসবুকে খুঁজলে আরো তথ্যসুত্র পাওয়া যায়, আমি এগুলো যোগ করিনি)। বিদ্যালয়ের নাম সম্বলিত দুইটি ছবি দিয়েছি। উইকিপিডিয়ায় আমি ২০/২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ দেখেছি তারপর আমি এই নিবন্ধটি তৈরী করেছি। আমি মনে করি এটি অপসারণ করা উচিত নয়। সোহান (আলাপ) ০৩:১০, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো সোহানুর রহমান: বিদ্যালয়টি কোন মানদণ্ডে উইকিপিডিয়ায় স্থান পাবার যোগ্য? আপনার লিংকগুলো যথেষ্ট নয়। উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের কোনো লিংকও নেই। তাছাড়া এটার কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে বলে মনে হয় না। তাই অপসারণের পক্ষে   সমর্থন দিচ্ছি। ~সাজিদ(আলাপ) ০৪:১১, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মানদণ্ডের কথা যদি বলি তাহলে মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাববাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বামনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চব্বিশ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ তৈরী করা আছে। যেগুলোর কোনো কোনোটির একটিও তথ্যসুত্রও নেই। সেগুলো কিভাবে টিকে আছে? আর এই নিবন্ধে কোন ধংসপ্রবণতা, মিথ্যা তথ্য, বিজ্ঞাপন নেই। তাই নিবন্ধটি অপসারণ না করাই ভালো। উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে যেমন বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ নিয়ে ছোট করে হলেও নিবন্ধ তৈরী করা হয়েছে। তেমনি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও নিবন্ধ তৈরী করা উচিত। শিক্ষায় জাতির মেরুদণ্ড সোহান (আলাপ) ০৪:৪৫, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো সোহানুর রহমান: অন্য নিবন্ধের রেফারেন্স অপসারণ আলোচনায় খাটে না। আপনি চাইলে সেগুলোতেও অপসারণ প্রস্তাবনা দিতে পারেন। এই নিবন্ধটি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ নয়। স্কুলগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে এমন কোনও নীতিমালা নেই, কিন্তু ইউনিয়ন নিবন্ধের ক্ষেত্রে আছে। — য়াহিয়া (আলাপঅবদান) - ০৫:৪০, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার নিবন্ধ অপসারণ হলে আমি অন্যের নিবন্ধে অপসারণ ট্যাগ লাগাবো কেন? আর এই যুক্তিটি আপনি কোন উইকি নীতি থেকে আমাকে দিচ্ছেন? আমার কথা হচ্ছে একই ধরনের নিবন্ধ কারো টিকে থাকবে কারে অপসারণ হবে এটা কেমন যুক্তি? সোহান (আলাপ) ০৫:৫১, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো সোহানুর রহমান: অন্য নিবন্ধ অপসারণ করা হয় নি, আমারটা কেন হবে! -এটা কোনও যুক্ত নয়। ভুল বুঝবেন না। আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। অন্য নিবন্ধগুলো আমি এখনো ক্লিক করে দেখি নাই, সেগুলো উল্লেখযোগ্য কিনা। আমি বুঝাতে চেয়েছি, আপনার যদি মনে হয় অন্যগুলোও উল্লেখযোগ্য নয়, তবে অপসারণ ট্যাগ লাগাতে পারেন, কিন্তু দয়া করে সেগুলোর রেফারেন্স টানবেন না। অন্যগুলো সম্ভবত (পড়ে দেখি নি) উল্লেখযোগ্য, তাই এখনো আছে। আর এইসব অপ্রাসঙ্গিক আলোচনা না টেনে নীতিমালার ভিত্তিতে ব্যাখ্যা করুন, কেন অপসারণ করা হবে না! — য়াহিয়া (আলাপঅবদান) - ০৬:৩৭, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভাই একটি নিবন্ধ নিয়ে আমি এত আলোচলা করতে চাই না, আমি উপরে যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধের নাম দিয়েছি তার থেকে ৫/৬টি নিবন্ধ ভালো ভাবে পড়ে আপনি সিদ্ধান্ত নিয়েন আমার এই নিবন্ধটি রাখবেন কিনা! তবে আমাকে উৎসাহিত করতে (বিশ্বাস করেন উইকিতে প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ না থাকলে আমি এই নিবন্ধ লিখতাম না) এবং উইকির প্রতি ভালোবাসা অব্যাহত রাখতে নিবন্ধটি রেখে দেন (যেহেতু অন্যদের মত তৈরি করেই ফেলেছি)। অপসারণ ট্যাগ মুছে দিয়ে ছোট নিবন্ধ, আরো তথ্যসু্ত্র প্রয়োজন, এরকম কিছু ট্যাগ দেন। আমি আরো তথ্য+ তথ্যসুত্র জোগাড় করে নিবন্ধে সংযোজন করবো। আমার তৈরি করা নিবন্ধগুলোর তালিকা দেখে আসতে পারেন https://xtools.wmflabs.org/pages/bn.wikipedia.org/%E0%A6%AE%E0%A7%8B%20%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8?uselang=bn। সোহান (আলাপ) ১১:৪৮, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো সোহানুর রহমান: যদি চান, আমি নিবন্ধটি আপনার ব্যবহারকারী উপপাতায় স্থানান্তর করে দিতে পারি। ভবিষ্যতে আরও তথ্যসূত্র পাওয়া গেলে তখন পুনঃরায় নিবন্ধটি উপপাতা থেকে মূল নামে আনা যাবে।--আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫০, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধের বিষয়ে উইকির প্রশাসকগণ যে সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিব। সোহান (আলাপ) ০৪:৩৬, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"মো সোহানুর রহমান/খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।