মানবতা

তিনিই ধর্মের প্রকৃত অনুসারী, যিনি মানবতার শিখা জ্বালিয়েছেন।

মানুষ প্রতিটি ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে।

- আমি প্রয়োজনেই সীমাবদ্ধ 🖤

- কারো প্রিয় হয়ে ওঠার সামর্থ্য আমার নেই❣️❣️

নেতৃত্ব,দায়িত্ব বা প্রতিশ্রুতি যে ভূমিকা থেকেই হোক না কেন ?? আপনার চলার পথ যে সহজ করে দেয়, তার চলার পথ এতটা সহজ নয়....!!!

লিডার তিনিই হয়🥰 যে সবার সামনে থেকে অন্যদের জন্য পথ তৈরি করে দেয়।

রাত ১২টাতেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে, এমন কোনো কথা নেই। তবে কেউ জানালে, তার নামটা মনে থাকে। অসুস্থতা জানার পর কেউ "এখন শরীর কেমন?" লিখে মেসেজ দিলে, তাকে আপন আপন লাগে। লম্বা পথ ট্র‍্যাভেল করবো শুনে, দোয়া করে যে সাবধানে যেতে বলে- তাকেও বেশ ভালোই লাগে। যে বন্ধু বলে 'সমস্যা থাকলে বলিস! মন খারাপ হলে কল দিস!' তাকে নিয়ে ভালো লাগার শেষ নেই। ফেসবুকের যে ফ্রেন্ডটা মেসেঞ্জারে বরাবরই দ্রুত রিপ্লাই করে, যাকে দরকারে নক দিলেই সাড়া পাওয়া যায়- তাকে তো ভালো লাগেই! ❤️

ধরতে গেলে প্রত্যেকেই তার মতো করে ব্যস্ত। সবার জীবনেই নানা পরিচয়ের নানা মানুষ বিদ্যমান। তা সত্বেও যারা আমাদের ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখে, যারা আমাদের সময় দেয়, যারা প্রায়োরিটি দেয়- তাদেরকে 'আপন' মনে হয়!❤️

তিনিই ধর্মের প্রকৃত অনুসারী, যিনি মানবতার শিখা জ্বালিয়েছেন।

আজ প্রতিটি মানুষ টাকার লোভে এতোটাই নিপতিত হয়েছে যে সে তার মনুষ্যত্বও হারিয়ে ফেলেছে।


যে ব্যক্তির অন্তরে স্বার্থপরতা জন্ম নেয়, তার জীবন থেকে মানবতা শেষ

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

মানবতা সম্পাদনা

দেশের পরিবেশ একটা ব্লাড ব্যাঙ্কের মতো হওয়া উচিত। যেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, শুধু মানুষ আর মানবতা! মোঃ মহিব্বুল হক মুন্না (আলাপ) ১৬:০৭, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মোঃ মহিব্বুল হক মুন্না সম্পাদনা

সভাপতি নবজাগরণ-যুব সংঘ

মুন্না বলেছেন

মোঃ মহিব্বুল হক মুন্না (আলাপ) ১৬:০৮, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নেছারাবাদ পিরোজপুর সম্পাদনা

স্বরূপকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার প্রধান শহর। প্রশাসনিকভাবে শহরটি নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সদর দফতর। এটি জনসংখ্যার বিচারে পিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম শহর। মোঃ মহিব্বুল হক মুন্না (আলাপ) ১৬:১০, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কথা সিওর মোঃ মহিব্বুল হক মুন্না (আলাপ) ১৬:১৫, ২০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন