প্রেমিক মন

সম্পাদনা

যদি কখনো গভীর রাতে মনে পরে আমার কথা। দক্ষিণ জানালা খুলে তারার দিকে চেয়ে থেকো ভূলে যাবে সকল ব্যাথা। পূরনো সৃতি মনে করে কখনো ভিজিও না দু নয়ন। তোমার নয়ন মাঝে বাধা আছে আমার পোড়া মন। আমি থাকবো আমার মত তোমার ছেলেমানুষী নিয়ে। তুমি থাকো অনেক সুখে আমায় কষ্ট দিয়ে । তোমার ভালবাসায় আমার ভাল কাটে দিন । রাতটা শুধু কাটে আমার নিদ্রাবিহীন। তবুও আমি ভালো আছি বেচে আছি বেশ মরার পরে কেটে যাবে ভালবাসার রেশ। মোঃশাহাদাৎ হোসেন (আলাপ) ২১:৪৯, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন