বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

শিক্ষা জীবন সম্পাদনা

আমি প্রথম ২০০৫ সালের ৭ জানুয়ারি দেবপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে যাই।

আমার মা আমাকে স্কুলে ভর্তি করে দেন।

আমার স‍্যার আমাকে খুব পছন্দ করেন। অল্প দিনে আমি তার প্রিয় হয়ে উঠি।

মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৪:৫২, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Mosta Rana Jowel মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ০৫:২২, ২৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অমর বাণী সম্পাদনা

শিক্ষাই হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র।

সবার আগে নিজেকে বদলাও দেখবে পৃথিবী বদলে গেছে।

টাকার কাছে পৃথিবী হার মানে।

ভালো মানুষেরা কম পরিচিত।

টাকা ছাড়া পড়ালেখা হয় না।


জীবনে সব কিছু ইতিবাচক ভাবে মেনে নাও। মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৪:৫৫, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

দুঃখ নিয়ে উক্তি সম্পাদনা

আমার শৈশবটা কেটে গেছে দুঃখমেশানো আনন্দে-আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি, একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে,

যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম


দ জীবনে দুটি দুঃখ আছে।

একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা,
অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।


আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে


পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান।

বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে, 

অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।

গল্প উপন্যাসের নায়ক-নায়িকাদের সুখ-দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়।


যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!


সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়



এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি.... আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না!


আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা


কষ্ট দুঃখ একাকিত্ব বাণী চিত্র একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে!


দেখি তথা এক জন, পদ নাহি তার, অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার, পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?


আজ কেন তোমা হেরি দীনা ক্ষীণা অতি? কৃষ্ণচন্দ্র মজুমদার

প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া


কষ্ট হৃদয় দুঃখ বেদনা একাকিত্ব বাণী চিত্র আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো আমার কিছু তুমি ছিলো তোমার কাছে


ভালোবাসা দিবস ভালোবাসা প্রেম প্রেমিকা

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে

কষ্ট দুঃখ মন প্রেমিকা বেদনা বিরহ বিষাদ

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে


কষ্ট রাত ভালোবাসি ভালোবাসা প্রেম দুঃখ প্রেমিকা তুমি একাকিত্ব বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠি জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে

কষ্ট ভবিষ্যৎ দুঃখ জ্ঞান জীবন পৃথিবী দুনিয়া মৃত্যু সৌন্দর্য প্রকৃতি অন্তর প্রকৃতিপ্রেম প্রত্যাশা দর্শন সত্য একাকিত্ব

দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম


কষ্ট দুঃখ অসময় উপদেশ অনস্তিত্ব ত্যাগ অনুভব অনুভুতি তুমি

চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে


আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে

জীবন দুঃখ আলস্য অতিভোজ

যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়

ধর্মগুরু দুঃখ ধর্ম

হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটা ও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন।


ও মেয়ে, শুনছ ! বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে... হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে।

মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৫:৫৫, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

স্বপ্ন সম্পাদনা

জীবনে এমন কিছু করতে চাই। যা দেখে মানুষ ভেবে অবাক হবেন। মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৬:০৫, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিয়ে সম্পাদনা

বিয়ে হবে তার সাথে যে আমায় বিয়ে করবে।

যত দেরিতে করবে ততই ভালো।

বিয়ে করা মানে তার জীবন অন‍্যের কাছে বিলিয়ে দেওয়া। মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৬:০৭, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রেম সম্পাদনা

ভালোবাসা প্রেম বলে পৃথিবীতে কিছুই নাই।

টাকা হলে সব ফ্রি পাওয়া যায়।

প্রেম মানে মিথ‍্যা অভিনয় করতে শেখা।

প্রেম কর,আল্লাহর সাথে। তিনি কখনো আমাদের ঠকান না। মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৬:০৯, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জাতীয়তাঃ সম্পাদনা

বাংলাদেশী।

জন্মসূত্রে বাংলাদেশি

= ধর্ম কর্ম সম্পাদনা

মুসলিম

ইসলাম ধর্মে বিশ্বাসী

কবিতা সম্পাদনা

গাহি তাহাদের গান ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। যেখানে আসিয়া এক মোঃমোস্তা রানা জুয়েল (আলাপ) ১৬:২০, ৪ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:মোঃমোস্তা রানা জুয়েল-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:মোঃমোস্তা রানা জুয়েল পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার ব্য৫ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটিতে থাকা লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসারণ মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Aishik Rehman (আলাপ) ২২:৫৯, ২২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন