বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

মানুষ সম্পাদনা

একটি আজব নাম। একটি শব্দ। তিনটি অক্ষরের সমষ্টি। উচ্চারণে খুবই সোজা, এবং সুন্দর একটি শব্দ। মা+নু+ষ। আবার এই মানুষ কোটি কোটি। তাদের চিন্তাধারাও আলাদা আলাদা। রয়েছে তাদের মধ্যে ভেদাভেদ,অশান্তি,যুদ্ধ,খুন-খারাবি এসব তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কে কাকে টপকি একটু উঁচুতে উঠতে পারে এটা নিয়েই এখন তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। কিন্তু তারা এটা চিন্তা করে না যে এই পৃথিবীতে আমরা শুধু কয়েকটা দিনের জন্য এসেছি আমাদের একদিন মরতে হবে এই চিন্তা কখনো তারা মাথায় আনতে চায় না। একটি মহাসত্যকে আমরা সব সময় লুকিয়ে যাই এবং তা হলো মৃত্যু। মৃত্যুটা এখন এমন একটা বিষয়ে পরিণত হয়েছে যে এটা কোন ভাবার বিষয় নয় অথচ এটাই হল মহাকালের মহাসত্যি যার কখনো খড্ডি তো হয়নি। সেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত একটি যদি মহাশক্তি থেকে থাকে যার কখনো বিলুপ্ত ঘটে নিই এবং যা কখনো অসত্যে পরিণত হয়নি সেটা হলো মৃত্যু। মৃত্যুকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে। কোন মানুষ যখনই তার মৃত্যুকে নিয়ে চিন্তা করবে তখনই সে ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার চেষ্টা করবে সে যুদ্ধ বাড়াবাড়ি, খুব খারাবিএইসব চাবে না। তখন তার লক্ষ্য বিশুদ্ধ সমাজ বিনির্মাণে। তাই আসুন আমরা সকল কাজের পাশাপাশি আমরা আমাদের মৃত্যুকে নিয়েও চিন্তা করি। বদলে যাবে বদলে যাবে জীবন বদলে যাবে আপনার চারপাশের পরিবেশ এবং আপনিও ধন্যবাদ আপনাদের সকলকে।।। মুহাম্মদ নুমান (আলাপ) ০৪:২০, ১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন