বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

পদার্থ বিজ্ঞান সম্পাদনা

অাজকে শুধু পদার্থবিজ্ঞানেরগঠনের পরিচয় দিতে চাই।একদম সাদামাটাভাবে।ঠিক পান্তা ভাত। বিশ্বের চারপাশের পর্যবেক্ষণ থেকে অথবা laboratory experiments থেকে অর্জিত সত্যের (Facts) থেকেই মুলত পদার্থবিজ্ঞানের শুরু।পদার্থবিজ্ ঞানের গঠনকে মোটামুটি ভাবেঅাজকে শুধু পদার্থবিজ্ঞানেরগঠনের পরিচয় দিতে চাই।একদম সাদামাটাভাবে।ঠিক পান্তা ভাত। বিশ্বের চারপাশের পর্যবেক্ষণ থেকে অথবা laboratory experiments থেকে অর্জিত সত্যের (Facts) থেকেই মুলত পদার্থবিজ্ঞানের শুরু।পদার্থবিজ্ ঞানের গঠনকে মোটামুটি ভাবে চারটা স্টেপে দাড় করাতে পারি। ক.Concept খ.Laws গ.Theories ঘ.Branches of physics & analogous laws তো চলো এগুলোর কোনটা কি সেটা একটু দেখা যাক। ক.Concept :পদার্থবিজ্ঞানের সত্যতাকে উপলব্ধি এবং ভৌত জগতের অাচরণকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্যই বিজ্ঞানীরা concept শব্দ ব্যবহার করেন। সবচেয়ে চারটি দরকারি কনসেপ্ট হলো atoms,energy, fields and Waves. খ.Laws:একটি বা একাধিক কনসেপ্টের ভিতর সম্পর্ক কিংবা সাদৃশ্যতা যেগুলি কিনা experiment থেকে পাওয়া যায় সেগুলোই। Laws.গাণিতিকভাবে অসংখ্য সত্যতাকে সমন্বয় করে বিভিন্ন Laws. যেমনঃ ওহমের law,বয়েলের law,নিউটনের laws of motion ইত্যাদি। গ.Theories : পদার্থবিজ্ঞানের যে thought model সরাসরি অামরা নিজেরা অনুমোদন দিতে পারি না কিন্তু ফিজিক্স সেটা সত্য প্রমাণসাপেক্ষই ধারণ করে যা কিনা কোন বিষয়কে ব্যাখ্যা করতে পারে সেটাই theory.যেমনঃWave theory, Field theory,Kinetic theory,atomic theory ইত্যাদি। তোমাদের মনে রাখা উচিত বৈজ্ঞানিক তত্ত্ব অনেকটা ভৌগলিক মানচিত্রের মত।বাস্তবতার কিছু উপস্থাপনা মাত্র।পরিপূর্ণ বিবরণ নয়। ঘ.Branches of physics and analogous laws: শুধু মাত্র অধ্যয়নের সুবিধার্থে পদার্থবিজ্ঞানকে কিছু ভাগে বিভক্ত করা হয়েছে। Example :Mechanics, Heat,Light,Sound,Electricity ইত্যাদি। এই যে শাখাগুলি দেখছো, অনেক কনসেপ্ট অাছে যেগুলি এই কৃত্রিম সীমারেখার বাহিরে।যেমন, Conservation laws কিন্তু ভর,তড়িত অাধান,ভরবেগ,শক্তি সবগুলো ক্ষেত্রই অাছে। এই সাদৃশ্যতা একটা ঐকিক ভৌত গঠন তৈরিতে মৌলিক উপাদান হিসাবে কাজ করে।