বাংলা উইকিপিডিয়ায় স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় নাজমুল হক! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১০:৫৪, ২৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) |
স্বেচ্ছাসেবী জীবনসম্পাদনা
ছোটবেলা থেকেই আমি স্বেচ্ছাসেবামুলক বিভিন্ন ধরনের সংগঠনের সাথে কাজ করে থাকি। প্রাথমিক পর্যায়ে কাব স্কাউট মাধ্যমিক পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউটিং করে আসছি। বর্তমানে স্বেচ্ছাসেবী সংগঠন "মানুষ মানুষের জন্য" দায়িত্বে আছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন "বাঁধন", স্বপ্ন এর সদস্য হয়ে কাজ করছি। নাজমুল হক (আলাপ) ১২:১৪, ১৯ জুন ২০১৬ (ইউটিসি)