জুন ২০২৪

সম্পাদনা

  অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি উইকিপিডিয়া:আপনি জানেন কি-এ করেছেন। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারণ করা হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। গোলা মুকি(আলাপ)০০:১৭, ২৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এটি যেহেতু একটি উন্মুক্ত প্লাটফর্ম সেহেতু সকলের জানার এবং জানানোর অধিকার আছে, অন্য কেউ কারো ব্যাক্তিগত কাজে বাধা দিতে পারবে এতে আমি একমত নই!!! সকলের জন্য যে সবকিছু গঠনমূলক হবে তা কিন্তু না ত্রয়ি রায় (আলাপ) ০০:২১, ২৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ত্রয়ি রায় উইকিপিডিয়া একটি বিশ্বকোষ এবং এখানে সকলের তথ্য উন্মুক্ত করা হয়না। নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তিদের তথ্যই একমাত্র উইকিপিডিয়ায় থাকবে। নীতিমালা অনুযায়ী যেকোন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর লেখা প্রচারণা (যা নীতিমালা বহির্ভূত) অপসারণ করতে পারেন এমনকি সেটা অন্যের কাজে হস্তক্ষেপ হলেও। আমি সেটাই করেছিলাম কিন্তু আপনি সেটাকে পার্সোনাল অ্যাটাক ভেবেই আমার আলাপ পাতার লেখা অপসারণ করেছিলেন। আমার আলাপ পাতার লেখাগুলো অন্য ব্যবহারকারীগণ যোগাযোগের উদ্দেশ্যে লিখেছিলেন, প্রচারণার উদ্দেশ্যে নয়। আলাপ পাতার এই ধরণের তথ্য উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী বৈধ এবং বৈধ লেখাপত্র অপসারণের চেষ্টা করে আপনি ব্যক্তিগত হস্তক্ষেপ করেছেন। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। মেহেদী আবেদীন ০২:৫৫, ২৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন