বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

যশোরে ১০৯ ব্যক্তির রক্তে এইচ আই ভি সম্পাদনা

যশোরে ১০৯ ব্যক্তির রক্তে এইচ আই ভি খালিদ মিশাল

যশোরে প্রতি বছর বাড়ছে এইচআইভি রোগির সংখ্যা। সর্ব প্রথম ২০০৩ সালে এ জেলায় সাতজন এইডস রোগীর সন্ধান পাওয়া যায়। বর্তমানে তা বেড়ে দাড়িঁয়েছে ১০৯ জনে। এইচআইভি ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই ভারতফেরত অভিবাসী বলে জানা গেছে। যশোর জেলায় এ পর্যন্ত দশ হাজার ৭৯৯ জনের এইচআইভি পরীক্ষা করানো হয়েছে, যাদের মধ্যে এইচআইভি পজিটিভ ১০৯। এদের মধ্যে ২৯ জন চিকিৎসাধীন আছেন। যশোর জেলা এইডস কমিটির এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে। বর্তমানে দেশের তিন হাজার ৬৭৪ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। ঝুকিতে আছে আরো ১৪ হাজার ৩০০ জন।২০১০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, বাংলাদেশের প্রতিবেশী ভারতে প্রায় ২৫ লাখ এবং মিয়ানমারে দুই লাখ ৪০ হাজার মানুষ এইডসে আক্রান্ত। চীনের তিন লাখ ৭০ হাজার মানুষ এইডস আক্রান্ত।

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এইডস দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য আমার অধিকার’।এই মারণব্যাধি প্রতিরোধ এবং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশে এটি পালন শুরু ১৯৮৯ সালে।

খালিদ মিশাল (আলাপ) ১০:২৯, ১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সেই তুমি সম্পাদনা

সেই তুমি Singer : Ayub Bacchu

সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম। কেমন করে .. এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমিও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চল বদলে যাই...। @Shopnil_Khalid সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে .. এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমিও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চল বদলে যাই...। তুমি কেন বোঝনা… তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু..ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ…ছিল যতটুকু তোমার কাছে তুমি.. ক্ষমা করে দিও আমায়….। @Shopnil_Khalid কত রাত ..আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায়.. ডুবে গেছি আমি আমাকে তুমি.. ফিরিয়ে নাও তুমি কেন বোঝনা..তোমাকে ছাড়া আমি অসহায়..আমার সবটুকু…ভালোবাসা.. তোমায় ঘিরে আমার অপরাধ…ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি...!

❤সেই তুমি❤ খালিদ মিশাল (আলাপ) ০৩:২৪, ২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন