বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বিশ্বকাপ ফুটবল bangladesh সম্পাদনা

আসলে বিশ্বকাপ ফুটবল আসলেই আমাদের দেশে হইচই পড়ে যায়, কে কোন দেশকে সাপোর্ট করবে ,প্রকৃতপক্ষে আসলে আমাদের দেশের জনগণ অন্ধ ভক্তের মতো আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে থাকে !এর বাইরে অনেকে জার্মান, ফ্রান্স, italy ইত্যাদি দেশকে support করে থাকে .এমনকি খেলা নিয়ে দলের সাপোর্ট নিয়ে মারামারি ও পর্যন্ত হয়ে থাকে lআমাদের দেশের মানুষ মানে বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি অনেক অনেক আগ্রহ কিন্তু bangladesh ফুটবলের অবস্থা খুবই ন্যক্কারজনক ,যে দেশে 20 কোটি মানুষের বসবাস যে দেশের মানুষ ফুটবলের প্রতি এতো ভালোবাসা আবেগ অনুভূতি কাজ করে সেদেশে ফুটবলের অবস্থা এত নিচু মানের যা ভাবতে অবাক লাগে!!সরকারের উচিত এই খেলাটার প্রতি গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্কুল থেকে লেভেল থেকে প্লেয়ার তৈরি করা এবং এটার প্রতি নজর দেয়া!!! এম এ কাওছার (আলাপ) ১১:২৯, ৮ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন