—মারুফ হোসেন (আলাপ) ১৪:৩৩, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চক (জাতিগোষ্ঠী) নিবন্ধে তথ্য যোগ প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় অবদানকারী, সম্প্রতি চক (জাতিগোষ্ঠী) নিবন্ধে আপনি তথ্য যোগ করছেন, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু আপনি নিবন্ধের তথ্য বাংলাপিডিয়ার] এই পাতা থেকে হুবহু অনুলিপি তথা কপি করছেন, যা উইকিপিডিয়ার নীতিমালার বাইরে। আপনি ঐ তথ্যগুলো নিজ ভাষায় পরিবর্তন করে লিখুন, যেন হুবহু বাক্য/শব্দ না থাকে। শুভকামনা রইল। ― অংকন (আলাপ) ১৫:১০, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চাকদের খাবার সম্পাদনা

চাকদের খাদ্য তালিকা যদি দেখি এদের প্রধান খাদ্য ভাত। চাকরা মুলত তেলের পরিবর্তে এক প্রকার মাছ ও চিংড়ি দিয়ে তৈরি যাকে নাপ্পি বা নিপিক নামে প্রচললন রয়েছে এটিকে ব্যবহার করে থাকে। নাপ্পি দিয়ে তৈরি বিশেষ খাবার কাইংরাবুং ও লাকঠক অন্যতম। এই দুটি খাবার প্রতি বেলা খাবার তালিকায় স্থান পায়। ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক (আলাপ) ১৮:১১, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

গণঅধিকার পরিষদ সম্পাদনা

গণ অধিকার পরিষদ বাংলাদেশে উদীয়মান একটি রাজনৈতিক দল। যা তারুণ্যের ছোঁয়া ও তারুণ্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়। আহবায়ক ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কে সদস্য সচিব করে ৮৩ জন বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয় ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক (আলাপ) ১৮:৩২, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন