বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

প্রোগ্রামিং লেংগুয়েজ বা ভাষা সম্পাদনা

প্রোগ্রামিং কম্পিউটার সায়েন্সের মুল ভিত্তি। কম্পিউটার সায়েন্সে পড়ে কোনো ছাত্র বা ছাত্রী যদি প্রোগ্রামিং- এ ভয় পায় তবে এ যেন এক গন্তব্যহীন যাত্রা।

  এই প্রোগ্রামিং এর আবার তিন ধরন বা স্তরের লেংগুয়েজ আছে। যথাঃ-

১. লো লেভেল বা নিম্ন স্তরের ভাষা। যেমন বাইনারী(০,১)। ২. মিড লেভেল বা মধ্যম স্তরের ভাষা। যেমন Ada, C ইত্যাদি। ৩. হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা। যেমন C++, Java, PhP, C#,Python ইত্যাদি।

উদাহরণসহ ব্যাখ্যাঃ ১. লো লেভেল লেংগুয়েজঃ কম্পিউটার বা মেশিন কেবল Voltage আছে অথবা Voltage নাই এই দুইটা অবস্থাই বুঝতে সক্ষম। Voltage থাকা মানে 0 (শুন্য) এবং না থাকা মানে ১ ( এক)। 0 বা ১ এই দুটি অংক নিয়ে যে ভাষা হয় তাকে মেশিনের ভাষা বা কম্পিউটারের ভাষা বলে। ইহাকে লো লেভেল লেংগুয়েজ ও বলা হয়। তাই কম্পিউটারকে আমাদের ভাষা বুঝার জন্য মধ্যস্ততাকারী বা ট্রান্সলেটর দরকার হয়। ইঞ্জিঃ সোহেল রানা (আলাপ) ১৫:৩৩, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন