বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

জানুয়ারি ২০২৩ সম্পাদনা

  অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ায় অনুপযুক্ত বহিঃসংযোগ যোগ করা থেকে বিরত থাকুন। উইকিপিডিয়া বহিঃসংযোগসমূহের সংগ্রহশালা নয়, এবং এটি বিজ্ঞাপন বা প্রচারণার কাজে ব্যবহার করা উচিত নয়। অনুপযুক্ত বহিঃসংযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত ওয়েব সাইটের সংযোগ, আপনি যেসব ওয়েবসাইটের সাথে সংযুক্ত আছেন সেগুলির সংযোগ এবং যেসব সংযোগ কোনও ওয়েব সাইটে দর্শক আকর্ষণ করে বা কোনও পণ্যের প্রচার করে। বিস্তারিত জানার জন্য বহিঃসংযোগ নির্দেশিকা দেখুন। আপনি যদি মনে করেন সংযোগটি পাতার জন্য প্রয়োজনীয় তবে পুনরায় তা যোগ করার পূর্বে দয়া করে সংলগ্ন আলাপ পাতায় এ বিষয়ে আলোচনা করুন। ধন্যবাদ। — AKanik 💬 ১৪:৩০, ৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি তো বহিঃসংযোগ ‍অনুপযোক্ত লিংক যুক্ত করি নি। তথ্যসুত্র হিসেবে ও সহায়ক হিসেবে লিংয়ক যুক্ত করেছি আব্দুর রহমান আল হাসান (আলাপ) ১৪:৩৫, ৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্রের ইউআরএলেও স্প্যাম করা যায়, এটিও বহিঃসংযোগের মতই। গ্রহণযোগ্য তথ্যসূত্রের জন্য WP:RS নীতিমালা রয়েছে। নিজের লেখাকে তথ্যসূত্র হিসেবে দেয়ার কোনো কারণ নেই। তথ্যসূত্র দেয়াই হয় যাচাইযোগ্যতার জন্য। আপনার ওয়েবসাইট দিয়ে আপনার লেখাকে যাচাই হয় না। — AKanik 💬 ১৬:৫৯, ৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন