বাংলাদেশী অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট জিন বিজ্ঞানী 'আবেদ চৌধুরী' একটি নতুন জাতের ধানগাছ উদ্ভাবন করেছেন। যেটি একবার রোপণে পাঁচবার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। তাঁর উদ্ভাবিত এই ধানগাছের নাম তিনি দিয়েছেন 'পঞ্চব্রীহি'। পঞ্চ মানে 'পাঁচ' আর ব্রীহি মানে 'ধান'। পাঁচ প্রকার ধান হলো বোরো ১ বার, আউশ ২ বার এবং আমন ২ বার।