বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

আহাদ আলী মোল্লা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আহাদ আলী মোল্লা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আহাদ আলী মোল্লা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — য়াহিয়া (আলাপঅবদান) - ১০:৪৯, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শ সম্পাদনা

উইকিপিডিয়ায় আপনার কাজ করার আগ্রহ দেখে ভালো লাগছে। তবে আপনার তৈরি নতুন নিবন্ধগুলো উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে হচ্ছে না। বাংলা ভাষা ও সাহিত্য নিবন্ধটিও পরীক্ষামূলক নিবন্ধ হিসেবে অপসারিত হতে পারে। অপসারিত হলেও ভাববেন না। আপনি নতুন তাই সবকিছু বুঝে উঠতে পারছেন না। শুরুতে আমারও অনেকগুলো নিবন্ধ অপসারিত হয়েছে। আপনি যেহেতু কম্পিউটার ব্যবহার সম্পাদনা করেন, তাই আপনাকে বিশেষ:বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি ব্যবহার করে নিবন্ধ অনুবাদের আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে বাংলায় নেই কিন্তু ইংরেজিতে আছে এমন একটি নিবন্ধ বাছাই করুন। এরপর, বিশেষ:বিষয়বস্তু অনুবাদ -এ গিয়ে নিবন্ধটি অনুবাদ করে ও যান্ত্রিকতা দূর করে সংরক্ষণ করুন। কোনও প্রশ্ন থাকলে জানাবেন। — য়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২৯, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। আফরোজ গালিব কাব্য (আলাপ) ০৪:৫৫, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনি যদি উপরের সরঞ্জামটি ব্যবহার করেন, তবে রচনাশৈলী সম্পর্কে না ভাবলেও চলবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে তা হলো, অনুবাদটি পড়ে যাতে বোঝা যায়।— য়াহিয়া (আলাপঅবদান) - ০৬:৪৫, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
জি, ধন্যবাদ পরামর্শের জন্য। আফরোজ গালিব কাব্য (আলাপ) ০৭:৫০, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বন্ধ আলোচনায় মন্তব্য যোগ সম্পাদনা

দয়া করে বন্ধ আলোচনায় মন্তব্য যোগ করবেন না। প্রয়োজনে যে প্রশাসক আলোচনা বন্ধ করেছেন তাঁকে বার্তা দিন।— য়াহিয়া (আলাপঅবদান) - ১২:২০, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় আফরোজ গালিব কাব্য,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন