অরণ্য মজিদ একজন লেখক এবং কবি

কবিতা সম্পাদনা

বিশ্বাসগুলোকে আর কতবার বিশ্বাস করাবো বলো? ” আমাকে ভালোবাসো তুমি “। জলে দেহ ভাসলেই কী তাঁকে সাঁতরানো বলে? ঢেউয়ের দোলায় মৃতদেহ সমুদ্র পাড়ি দিলেই তাঁকে কী সমুদ্র যাত্রা বলে? দেখার ভেতরেও তো কিছু দেখা থেকে যায় চোখের ভেতরেও আরও কিছু চাওয়া থেকে যায়। এভাবে কী ভালোবাসা বেঁচে থাকে যখন নিজ চোখে দেখি পানি সুপারি সুখে কোনো এক পুরুষ তোমার দু ঠোঁট চিবোতে থাকে যখন দেখি তোমার গালে কালো তিলকের মতো ফুটে থাকে কারো কারো চুম্বনের দাগ যখন দেখি বিমর্ষ দুপুরে কোনো এক সওদাগর তোমার বিছানায় বসে ফুসফুস ভরে তাল পাখার শ্বাসে। তখন কীভাবে বিশ্বাস করবো বলো তুমি এখনও ভালোবাসো আমাকে? মুখে বলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসার এ শব্দগত দলিল কীভাবে বুকে ধরবো মিথ্যা আশ্বাসে? আমি চাই কৃষকের নিজস্ব জমিতে লাঙ্গল, জোয়াল, বীজ বুনোন, শস্য কর্তন, আমার রক্ত, মাংসে মেশা ভালোবাসা সে যে আমার স্বপ্নের তরীতে সোনার ছড়া ধান। আমি চাই কৃষকের মতো আমার নিজস্ব জমিতে আমার পায়ের ষোলআনা দখল আমি চাই অন্যের উচ্ছেদ পরোয়ানা চাই বিমুক্ত মাটি। চাই চোখে মুখে শস্যের স্বহাস্য সমর্পন।। অরণ্য মজিদ (আলাপ) ১২:৪৯, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:অরণ্য মজিদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য ব্যবহারকারী:অরণ্য মজিদ পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ব্য৫ ধারা অনুযায়ী করা হয়েছে,, কারণ পাতাটিতে লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও নিখরচায় ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসার মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৫৯, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন