ব্যবহারকারী:Yahya/অপসারণ প্রস্তাবনা লগ

এই সব অপসারণ প্রস্তাবনার মনোনয়নের লগ যা টুইংকলের Xfd মডিউল ব্যবহার করে এই ব্যবহারকারী তৈরি করেছেন।

আপনি যদি আর এই লগ রাখতে না চান, তাহলে আপনি পছন্দসমূহ প্যানেল ব্যবহার করে এটি বন্ধ করতে পারেন, এবং সিএসডি ব১-এর অধীনে এই পাতাটি দ্রুত অপসারণের জন্য মনোনয়ন করতে পারেন।

এই লগ টুইংকল ব্যবহার করে Xfd সংক্রান্ত মুছে ফেলা পাতা তালিকাভুক্ত করে না।

আগস্ট ২০২২

সম্পাদনা
  1. আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা): nominated at AfD; Atiqul Islam Sakib (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৭:১৯, ৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

সেপ্টেম্বর ২০২২

সম্পাদনা
  1. মারমা-বাংলা অভিধান: nominated at AfD; Jewel2022 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
    • কারণ: WP:বইমানদণ্ড পূরণ করে না। তথ্যসূত্রগুলো সব রুটিন কাভারেজ অর্থাৎ বই প্রকাশের খবর। উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায়ও উত্তীর্ণ নয়। বেশিরভাগ তথ্যসূত্র অনির্ভরযোগ্য। নিবন্ধটিতে কপিভায়ো আছে (তবে সংশোধনযোগ্য)। স্বার্থের সংঘাতও থাকতে পারে। নিবন্ধ প্রণেতা ও বইয়ের লেখক এক ব্যক্তি বলে মনে হচ্ছে।

অক্টোবর ২০২২

সম্পাদনা
  1. এবিএম সোহেল রশিদ: nominated at AfD; Md Arif bd (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৮:৪৪, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
    • কারণ: উল্লেখযোগ্য অভিনেতা বা কবি নন। তথ্যসূত্রগুলোর কিছু অনির্ভরযোগ্য, কিছু তুচ্ছ উল্লেখ মাত্র। তাৎপর্যপূর্ণ প্রচার নেই। গুগল সার্চেও উল্লেখযোগ্য তথ্যসূত্র পাওয়া যায় নি। নিবন্ধটি স্বার্থের সংঘাতের অভিযোগে বাধাপ্রাপ্ত একজন ব্যবহারকারীর তৈরি। ইংরেজিতেও আলোচনার মাধ্যমে নিবন্ধটি অপসারিত হয়েছে।

নভেম্বর ২০২২

সম্পাদনা
  1. যেমন জামাই তেমন বউ: nominated at AfD; নয়নবাবু (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২২:০২, ৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
    • কারণ: অজানা কারণে ব্যবহারকারী:নয়নবাবুর তৈরি সকল নিবন্ধ চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর অখ্যাত সব চলচ্চিত্র/প্রতিষ্ঠান/ধারবাহিক নিয়ে। বেশিরভাগই মুক্তির আগে তৈরি করেছে। এগুলোর কিছু আদৌ মুক্তি পেয়েছিলো কিনা –সে-সম্পর্কেও ইন্টারনেটে তথ্য পাওয়া যায় না। স্বার্থের সংঘাত থাকার সম্ভাবনা প্রবল। আরও একটা ব্যাপার আবিষ্কার করলাম, এই ব্যবহারকারীর সম্পাদনা (ও অপসারিত সম্পাদনা) সক প্রিন্স সবুজের সাথে মিলে যায়। যাই হোক, এই নিবন্ধটি ও নিচে উল্লেখ করা নিবন্ধগুলো স্পষ্টতই উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (চলচ্চিত্র) নীতিমালায় উল্লেখযোগ্য নয়। আমি কয়েকটি দ্রুত অপসারণ করেছি। বাকিগুলো সম্পর্কে অল্পকিছু তথ্যসূত্র (যা রুটিন কাভারেজ) পাওয়ায় আলোচনায় আনা হলো।
  2. দুই দিনের দুনিয়া (২০২২): nominated at AfD; Greatder (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১২:১৯, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
    • কারণ: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (চলচ্চিত্র) ও উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ নয়।
      তথ্যসূত্র বিশ্লেষণ:
      #প্রাথমিক উৎস;
      #চলচ্চিত্রের রিভিউ;
      #তিন ব্লগ পোস্ট;
      #সর্বশেষ সূত্রটি লেখার গভীরতায় তাৎপর্যপূর্ণ প্রচার বলা যায়, তবে এটিও সম্ভবত প্রাথমিক উৎস (যেহেতু প্রথম আলো ও চরকি উভয়ই মিডিয়াস্টার গ্রুপের প্রতিষ্ঠান)।
      এছাড়া অনলাইনে কিছু তথ্যসূত্র পাওয়া যায় যা রুটিন কাভারেজ ও অনির্ভরযোগ্য।

জানুয়ারি ২০২৩

সম্পাদনা
  1. বকুলফুল: nominated at AfD; মোহাম্মদ জনি হোসেন (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৮:৫০, ১০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
  2. ইউনুস আহমাদ: nominated at AfD; Owais Al Qarni (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৯:৪২, ১৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
    • কারণ: দুটি তথ্যসূত্রের একটি রুটিন কাভারেজ অন্যটি যাচাইযোগ্য নয় (সম্ভবত নির্ভরযোগ্যও নয়)। গুগল সার্চেও রুটিন কাভারেজ ও তুচ্ছ উল্লেখ ছাড়া কোনও নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। wp:NPOL ও wp:GNG পূরণ করে না।
  3. বাহাউদ্দীন যাকারিয়া: nominated at AfD; Ibne muhiuddin (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২০:১৫, ১৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)

ফেব্রুয়ারি ২০২৩

সম্পাদনা
  1. এরিক মোরশেদ: nominated at AfD; Davias90 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২৩:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
  2. ইবু প্রেস লিমিটেড: nominated at AfD; Asifupm22 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ২১:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
    • কারণ: অ-উল্লেখযোগ্য জার্নালের অ-উল্লেখযোগ্য প্রকাশক। তাৎপর্যপূর্ণ প্রচার নেই। তথ্যসূত্রগুলো প্রেস রিলিজ। উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ নয়। ইংরেজি উইকিপিডিয়ায়ও আলোচনার মাধ্যমে অপসারিত।

জুলাই ২০২৩

সম্পাদনা
  1. জিএম ফুরুখ: nominated at AfD; Shahinalam5047 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৩:১৩, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
    • কারণ: উল্লেখযোগ্য ব্যক্তি নন। “ফেরদৌসের বিপরীতে হলিউড অভিনেত্রী” শিরোনামে কয়েকটি রুটিন কাভারেজ ছাড়া আর কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায় না। যা তাৎপর্যপূর্ণ প্রচার নয়।
  2. যদি একটু সময় পেতাম: nominated at AfD; 103.142.80.44 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৩:১৯, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)

আগস্ট ২০২৩

সম্পাদনা
  1. মাস্টারপিস বাংলাদেশ: nominated at AfD; AbuSayeed (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৩:২৫, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)
    • কারণ: উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ নয়। তথ্যসূত্রগুলো অনির্ভরযোগ্য। প্রায় সবই প্রেস বিজ্ঞপ্তি ও রুটিন কাভারেজ। পুরস্কারটি কী, কারা দিয়েছে, আদৌ পেয়েছে কিনা তা যাচাইযোগ্য নয়, তথ্যসূত্রটি প্রাথমিক উৎস।

ডিসেম্বর ২০২৩

সম্পাদনা
  1. আনন্দময়ী কালী মন্দির, ফান্দাউক: nominated at AfD; Srabanta Deb (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৫:২৯, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
    • কারণ: উল্লেখযোগ্য স্থাপনা নয়। নিবন্ধে ব্যবহৃত একটিমাত্র তথ্যসূত্রটিও অকার্যকর। গুগল করে নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি।
  2. ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয়: nominated at AfD; Srabanta Deb (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৬:১৭, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
  3. রূপলাল দাস: nominated at AfD ১৬:৩৬, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
    • কারণ: রূপলাল হাউজ নামে অসংখ্য তথ্যসূত্র পাওয়া গেলেও আলোচ্য ব্যক্তি প্রসঙ্গে কিছুই পাওয়া যাচ্ছে না। উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ নয়।

ফেব্রুয়ারি ২০২৪

সম্পাদনা
  1. ওসমান (চলচ্চিত্র): nominated at AfD; নয়নবাবু (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ১৫:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
    • কারণ: নির্মানাধীন চলচ্চিত্র। গুগল করে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রই পাওয়া যায়নি। wp:GNG-তে উত্তীর্ণ নয়।

জুন ২০২৪

সম্পাদনা
  1. শফিউর চাঁটগামী: nominated at AfD; 103.177.168.36 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৯:৩২, ৭ জুন ২০২৪ (ইউটিসি)
  2. আমিনুর রহমান চাঁটগামী: nominated at AfD; 37.111.235.207 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৯:৪০, ৭ জুন ২০২৪ (ইউটিসি)
    • কারণ: তাৎপর্যপূর্ণ প্রচার নেই। উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা wp:হুজুর-এ উত্তীর্ণ নন। মনে হচ্ছে প্রচারণা। তথ্যসূত্রগুলো ইমাদ উদ্দীন নামের একজনের লেখা কলাম। আবার ইমাদ উদ্দীন নামেও কাছাকাছি সময়ে আইপি থেকে নিবন্ধ তৈরি হয়েছে।
  3. ইমাদ উদ্দীন (কলমযোদ্ধা): nominated at AfD; 103.177.168.36 (আলাপ · অবদান) কে জানানো হয়েছে ০৯:৪৩, ৭ জুন ২০২৪ (ইউটিসি)