বাংলা উইকিপিডিয়া পড়তে গিয়ে কোনো কোনো জায়গায় একটা বিষয় নজরে আসে। আর সেটা হল এরকম, (এটা একটা উদাহরন মাত্র। আমি কারো ভুল ধরছি না)

ধরুন, টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে বলা হচ্ছে;

টেস্টোস্টেরনঃ এটি পুরুষের অত্যন্ত প্রয়োজনীয় হরমোন।

অথচ দেখা যায় এভাবে লেখাঃ

টেস্টোস্টেরনঃ এটি পুরুষ এর (পুরুষের পরিবর্তে) অত্যন্ত প্রয়োজনীয় হরমোন।

কোনো বাংলা বইয়ে সাধারণত এভাবে লেখা থাকে না।

এধরনের অসামঞ্জস্যতা চোখে পড়লে পাঠক বিরক্ত হতেই পারে। এই ধরনের সমস্যা ও বানান ভুল সংশোধনের উদ্দেশ্য থেকেই মুলত উইকিপিডিয়া সম্পাদনায় যোগ দেয়া। আর মানুষ মাত্রই ভুল। ভুল হতেই পারে। ভুল আমারো হতে পারে।

তবুও আমি চাই বাংলা উইকিপিডিয়া পরিচ্ছন্ন ও শুদ্ধ বাংলায় সমৃদ্ধ হোক।