ব্যবহারকারী:Tanvir Hossain(TH)/শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়

শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয় রংপুর জেলার কামাল কাছনায় অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়।[১]

Tanvir Hossain(TH)/শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়
তথ্য
প্রতিষ্ঠাকাল১/১/১৯৮৮
বিদ্যালয় জেলারংপুর
প্রধান শিক্ষিকাআয়েশা সিদ্দিকা বেগম
শিক্ষকমণ্ডলী১২
কর্মচারী
রং         নেভি ব্লু এবং সাদা

প্রতিষ্ঠা ও ইতিহাস সম্পাদনা

রংপুর সদর উপজেলার কামাল কাছনা এলাকার অতি দরিদ্র ও শিক্ষার আলো পৌঁছানোর লক্ষ্যে অনগ্রসর ও অবহেলিত পরিবার গুলোকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ জনাব মোঃ মোসলেম উদ্দিন , জনাব খগেন্দ্র নাথ বিশ্বাস ও জনাব মোঃ শাহাদাৎ হোসেন (ভি.আই.পি আয়কর) প্রমূখ বিদ্যালয়ে জমিদান ও অর্থ অনুদান প্রদান করেন এবং তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৮৮খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।

০১/০১/১৯৯১খ্রিঃ তারিখে নিম্ন ম্যাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১/০১/১৯৯৩খ্রিঃ তারিখে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে একই সঙ্গে মানবিক ও বিজ্ঞান বিভাগে ৯ম ও ১০ম শ্রেণীর স্বীকৃতি লাভ করে । ২০০৩খ্রিঃ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হয় । বিদ্যালয়টি ০১/০১/১৯৯৪খ্রিঃ হতে নিম্ন ম্যাধ্যমিক ও ০১/০৬/১৯৯৪ খ্রিঃ হতে ম্যাধ্যমিক শাখায় এম.পি.ও ভূক্তি লাভ করে ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রংপুর জেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩