ব্যবহারকারী:Suvray/চৈতন্য চরিতামৃত

‘‘শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত’’ বাংলা ভাষায় রচিত বৈষ্ণব গ্রন্থ বিশেষ। কৃষ্ণদাস কবিরাজ এ বইটির রচয়িতা। এতে চৈতন্যদেবের জন্ম হতে অন্ত্যলীলা পর্যন্ত বর্ণনা করা আছে। এটি পয়ারচ্ছন্দে রচিত। গ্রন্থটির রচনাকাল হচ্ছে ১৫৭২ থেকে ১৫৮২ সাল পর্যন্ত। মুরারি গুপ্তস্বরূপ দামোদর-এর কড়চা, বৃন্দাবন দাস-এর চৈতন্যভাগবত এবং কবি কর্ণপুর-এর চৈতন্যচন্দ্রোদয় গ্রন্থ হতে শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত গ্রন্থের উপাদানসমূহ সংগ্রহ করা হয়েছে।