দুই বাংলার মিলনমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী উদযাপন ও মহান ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর জন্য, ইং২০০২ সাল থেকে বেনাপোল পেট্রাপোল শুন্য রেখায় এপার বাংলা ওপার বাংলার বাংলাভাষী মানুষের মিলন মেলা উদযাপন হয়ে আসছে।

প্রথম দিকে এটা খুবই সল্পপরিসরে শুরু হয়। দুই বন্ধুর ছোট্ট একটি আলাপচারিতার মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে। প্রথম এই ভাবনা টা মাথায় আনে বিশ্বনাথ দাস,বঁনগা (পশ্চিমবঙ্গ) এক জন সাধারণ সাংস্কৃতিক কর্মি,এপার বাংলা(বাংলাদেশ) থেকে সত্যজিৎ দত্ত। এর পর প্রাথিষ্ঠানিক ভাবে যোগ দেয় বাংলাদেশ থেকে বেনাপোল সরগরম সংগীত একাডেমি পশ্চিমবঙ্গের তরফ থেকে দমদম ইউথসোসাইটি, পেট্রপোল এক্সপোর্ট এমপ্লয়ি এসোসিয়েশন এর সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী, ছঘরিয়া পঞ্চায়েত প্রধান শ্রী দুলাল মন্ডল, মক্কেল আলি,মোঃ হাসান, । ২০০৪ সাল থেকে এর ব্যাপ্তি আরও বাড়তে থাকে। ভারতীয় লোকসভা সদস্য শ্রী অমিতাভ নন্দী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর যুব ও ক্রীড়া মন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তী। বনগাঁ পৌরসভার মেয়র শ্রী মতি জোতস্না আঢ্য। বাংলাদেশ থেকে বেনাপোল এর বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম,শার্শা থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, বিশিষ্ট ব্যাবসয়ী জাহিদুল ইসলাম বিশ্বাস।

২০০৯ সাল থেকে এই অনুষ্ঠান এর সম্পুর্ন দায়িত্ব নিলেন ৮৫যশোর-১ আসনের নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দিন এম পি। শার্শা থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান। প্রতি বছর এই দিনটা কে পালন করার জন্য দুই বাংলা থেকে মিলিত হয় হাজার হাজার ভষাপ্রেমী মানুষ।