দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয় (ইংরেজীতেঃ Dakshin Muria High Schhool) বিয়ানীবাজার থানায় অবস্থিত একটি মাদধ্যমিক বিদ্যালয়।

দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়
ঠিকানা
দক্ষিণ মুড়িয়া

কোনাগ্রাম, বিয়ানীবাজার


তথ্য
বিদ্যালয়ের ধরনমাধ্যমিক
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাসিলেট
বিদ্যালয় কোড1369
ইআইআইএন130156
প্রধান শিক্ষকআব্দুল মালিক
মাধ্যমিক পড়ানোর বছর৬ষ্ট - দশম শ্রেনী
অর্পিত শ্রেণীসমূহমানবিক, বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা
আয়তন১.৯৯ শতক
ওয়েবসাইটhttps://dmhs.edu.bd/

সংক্ষিপ্ত বর্ণনা সম্পাদনা

১০নং মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ মৌজায় বিদ্যালয়টি অবস্থিত। মুড়িয়া ইউনিয়ন পরিষদ অফিসের উত্তর দিকে বিদ্যালয়টি সমতল ভূমিতে অবস্থিত। বিদ্যালয়টিতে মোট ১৪টি শ্রেণীকক্ষ আছে। এছাড়াও ০১টি প্রধান শিক্ষকের কক্ষ, ০১ টি অফিস কক্ষ, ০১ টি শিক্ষক মিলনায়তন, ০১ টি ছাত্রী কমন রুম ও ০৬টি শৌচাগার আছে। বিদ্যালয়টিতে ৯ম ও ১০ম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু আছে এবং কৃষি শিক্ষাও চালু আছে।[১]

বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৯০ সালে এবং মাধ্যমিক স্তরে স্বীকৃতি পায় ০১/০১/১৯৯২ সালে। নিম্ন মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্তি হয় ০১/০৭/১৯৯২ ইংরেজী সনে এবং মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্তি হয় ০১/০১/১৯৯৬ ইংরেজী সনে। বিদ্যালয়টিতে সহ শিক্ষা একত্রে চালু আছে। বিদ্যালয়ের মোট ভূমির পরিমাণ ১.৯৯ শতক। বিদ্যালয়ের পিছনে খেলার জন্য সু-পরিসর মাঠ আছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ আব্দুল মন্নান (ভারপ্রাপ্ত), বি.এ, বি.এড এবং বর্তমানে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন জনাব মোঃ আব্দুল মালিক, বি.কম, বি.এড। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে ০৬ জন মহৎ ব্যক্তি ভূমি প্রদান করেন। অর্থাৎ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোট ০৬ ছয় জন এবং আজীবন দাতা সদস্য মোট ৪০জন।

ভবিষৎ পরিকল্পনা সম্পাদনা

ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শাখা খোলার ব্যবস্থা করা হইছে। এ লক্ষ্যে ভবন নির্মাণের কাজ চলছে ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বৃদ্ধি করা হয়েছে এবং ঝরে পড়ার হার শূন্যের কোটায় আনার প্রচেষ্টা চলছে।

এস.এস,সি ও জে.এস,সিতে শতভাগ ফলাফল অর্জন করার জন্য বাস্তব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

  1. বাংলাদেশ জাতীয়, ত্তথ্য বাথায়ন। "দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়"www.sylhetdiv.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৪