আসসালামুআলাইকুম।

আমি সাবের চৌধুরী। বাঙালি। বাংলাদেশে বসবাস করি। একজন বিশ্বাসী প্র্যাকটিসিং মুসলিম। বাঙলা আমার প্রিয় ভাষা। ইতিহাস, দর্শন, ভূগোল, সমাজতত্ত্ব ইত্যাদি বিষয়ে ভেতরে ভালোলাগা অনুভব করি। সাহিত্য আমার বিশেষ আগ্রহের বিষয়। নির্মোহ দৃষ্টিতে জীবনকে পর্যবেক্ষণ করে আনন্দ পাই। অসাধারণ মানুষদের জটিল বন্ধুত্বের চেয়ে সাধারণ কারো নিখাঁদ ভালোলাগা আমাকে মুগ্ধ করে। ব্যক্তি জীবনে আমি ভালো নই; কিন্তু ভালো লোকদের প্রতি আমার তীব্র আকর্ষণ। ইসলামিক বিষয়গুলোতে আমার একাডেমিক বিশেষায়িত অধ্যয়ন রয়েছে। আমি আমার পড়া-শোনা থেকে উইকিপিডিয়ায় কাজ করার একান্ত ইচ্ছা রাখি। আমি মনে করি বিশুদ্ধ উৎস থেকে বিশ্বস্ত তথ্য সুন্দর পৃথিবী গড়ার কাজকে তরান্বিত করে। আপাতত এটুকুই আমার বক্তব্য। গুডলাক। আসসালামু আলাইকুম। <ref>আসলে কোন রেফারেন্স নয়। রেফারেন্স দেওয়া শিখছি এখানে।