ব্যবহারকারী সম্পাদনা

📱ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন

প্রশাসক সম্পাদনা

📱প্রশাসক হওয়ার আবেদন  | 
📱প্রশাসকদের আলোচনাসভা  | 
📱 প্রশাসকদের তালিকা

ইন্টারফেস প্রশাসক সম্পাদনা

📱উইকিপিডিয়া:ইন্টারফেস প্রশাসক
📱ইন্টারফেস প্রশাসক হওয়ার আবেদন

পরীক্ষক সম্পাদনা

📱 উইকিপিডিয়া:ব্যবহারকারী পরীক্ষক
📱পরীক্ষক হওয়ার আবেদন

ব্যবহারকারী অধিকার স্তর সম্পাদনা

📱ব্যবহারকারী অধিকার স্তর

বট সম্পাদনা

📱বট

ব্যবহারকারী:SHAH ISMAIL TALUKDAR/শীর্ষ ব্যবহারকারী:SHAH ISMAIL TALUKDAR/শীর্ষ ২ https://bn.m.wikipedia.org/­wiki/­উইকিপিডিয়া:উইকিউপাত্­ত/­নিবন্ধবিহীন বাংলাদেশী ব্যক্তি


উইকিপিডিয়ার বিশাল ও সমৃদ্ধ তথ্যভান্ডারের কাছে আমার জ্ঞানের দীনতা স্বীকার করেই বলছি। আমাদের বাংলা উইকিপিডিয়ায় একই সাথে এডিট করে চলেছে হাজারো অভিজ্ঞ-অনভিজ্ঞ উইকিপিডিয়ান। তাদের এডিটকৃত পেজগুলোকে পরীক্ষা ও নিরীক্ষা করতে আপনাদের বেশ বেগ পেতে হয় তা স্পষ্ট। তেমনি আমার এডিটগুলোকে ও পরীক্ষিত হওয়ার জন্য পেরোতে হয় অনেক সময়। আমি উইকিপিডিয়ার নিয়ম-কানুন ও স্বয়ংক্রিয় পরীক্ষকের দায়িত্ব সমন্ধে পড়েছি, জেনেছি, বুঝেছি এবং যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। বিগত ৬ মাস ধরে সক্রিয়ভাবে উইকি নিয়ম মেনে পেজ তৈরি ও এডিট করছি, ভবিষ্যতেও করব। তাই যদি আমাকে যোগ্য বলে মনে হয় তবে বাকি উইকিপিডিয়ানদের পরীক্ষণ এর কষ্ট ও ঝামেলা নিরসন হবে, আর উইকিপিডিয়ার সমৃদ্ধির গতি হবে আরো বেশি। আর যদি যোগ্য না হই তবে যোগ্যতা অর্জনের জন্য একটু সময় ও উৎসাহ দিলে খুশি হব।

বিশেষ:বিষয়বস্তু অনুবাদ

রোলব্যাক: বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছি বিশ্বজ্ঞানে বাংলা ও বাংলাদেশের নাম উচ্চাসীন করতে। বাংলা ও বাঙালির সংস্কৃতি যেমন প্রাচীন তেমন সমৃদ্ধ। সঙ্গত কারণে আমাদের জাতিগত জ্ঞানের পরিমাণ ও বিশ্ব অঙ্গনে অবদানও বেশি হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না কারণ আমরা কোয়ালিটির থেকে কোয়ান্টিটিকে প্রাধান্য বেশি দিচ্ছি। উইকিপিডিয়ায় অনেক অনিবন্ধিত ব্যাবহারকারী এমনকি অভিজ্ঞ ব্যাবহারকারীরাও ভুল তথ্য দিয়ে সম্পাদনা করছে বা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। এসব কাজ ইচ্ছাকৃত হোকা বা অনিচ্ছাকৃত হোক তা রোধ করতে রোলব্যাক পদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করছি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক সুবিধা যুক্ত আছে। আমি রোলব্যাক ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত আছি এবং কখন রোলব্যাক ব্যবহার করতে হয় তা জেনেছি। রোলব্যাক আমাকে ধ্বংসপ্রবণতা সম্পাদনাসমূহ বাতিল করতে সাহায্যে করবে। আমি আশা করছি এ পদ পেলে উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মানকে বজায় রাখতে পারব।