Hello, নমস্কার, আসসালাম আলাইকুম,

আমি রিপন মন্ডল। একজন ছাত্র।

আমি দেখেছি ইংরেজি উইকিপিডিয়ার আর্টিকেলগুলো বেশ পরিপাটি। কিন্তু, বাংলা উইকিপিডিয়ার প্রচুর আর্টিকেল খুবই খারাপ অবস্থায় রয়েছে। ইংরেজি উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়ায় কন্ট্রিবিউটর কম, তাই বাংলা উইকিপিডিয়ার এই বেহাল অবস্থা হওয়াটাই স্বাভাবিক। আর সামান্য কিছু লোকের পক্ষে সব আর্টিকেল সুন্দরভাবে গুছিয়ে তোলা সম্ভবও না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জানা বিষয়গুলোতে কোন অসংগতি লক্ষ্য করলে আমি সেটাকে সংশোধন করব। আর যদি প্রয়োজন বোধ করি তবে নতুন আর্টিকেলও যোগ করব।

তবে, আমার একটু সীমাবদ্ধতা আছে। আমি পড়াশোনায় খুবই ব্যস্ত। তাই, বেশীরভাগ সময় আমার অ্যাকাডেমিক সাবজেক্টের আর্টিকেলগুলো নিয়েই নাড়াচাড়া করব এবং সেটাও আমার সময়সাপেক্ষে। ফলে, একটা আর্টিকেল কমপ্লিট করতে দীর্ঘদিন সময় লাগতে পারে। রোলব্যাকারদের অনুরোধ করছি হটকারীতা করে কষ্ট করে করা কোন এডিটকে রোলব্যাক করবেন না

সবশেষে বাংলাভাষীদের জ্ঞানের আলোকে আলোকিত করার লক্ষ্যে যারা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছেন তাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই।

ধন্যবাদ সবাইকে।