1. সংখ্যায়িত তালিকা আইটেম
 


কিছুক্ষণ আগে লন্ডনে উদ্বোধন হলো ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের। শুরু থেকেই বাংলা উইকিপিডিয়ায় অলিম্পিক নিয়ে বিরতিহীনভাবে বিভিন্ন নিবন্ধ, টেমপ্লেট, বিষয়শ্রেণী শুরু ও সম্পাদনা করে যাওয়ার যে উৎসাহ আপনি দেখিয়ে চলেছেন তার প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক আপনাকে এই বিশেষ পদকটি দিলাম। আপনার সম্পাদনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় অলিম্পিকের জয় বজায় থাকুক — এই কামনা। — তানভিরআলাপ • ০০:০৯, ২৮ জুলাই ২০১২ (ইউটিসি)
নিঃসন্দেহে যথোপযুক্ত পদক। আমার পূর্ণ সমর্থন রইলো। ধন্যবাদ তানভির ভাইকে, এই অবদানকারীকে খুঁজে দেখার জন্য। কাজ দেখে আমি ক্লান্ত হই, কিভাবে একজন মানুষ পারে, এতো এতো ছকে তথ্য সংযুক্ত করতে অক্লান্ত নিষ্ঠার সাথে!! Hats off to you! অনেক অনেক শুভকামনা Pasaban।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:১৮, ২ আগস্ট ২০১২ (ইউটিসি)

The Running Man Barnstar
পার্থদা দীর্ঘদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় অলিম্পিক সম্পর্কিত নিবন্ধ, বিষয়শ্রেণী, উইকিপ্রকল্প, টেমপ্লেট ইত্যাদি তৈরির মাধ্যমে অসামান্য অবদান রেখেছেন। বলতে গেলে আপনি একাই বাংলা উইকিতে এই বিষয় নিয়ে লিখছেন এবং ইতোমধ্যে বহু নিবন্ধ সম্পন্ন করেছেন। আপনার এই প্রভূত অবদানের সম্মানে আমার পক্ষ থেকে সামান্য এই কৃতজ্ঞতা।  – তানভির (আলাপ) ১০:২২, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)