আমি দিপু। বাংলাদেশের নওগাঁ জেলায় থাকি। আমি আমার দেশ কে অনেক ভালবাসি, যদিও প্রচুর সমস্যা আছে আমাদের তারপরেও নিজের দেশ। আর আমি ভালবাসি বাংলা ভাষাকে। যদিও এমন হতো বাংলা আর্ন্তজাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেত ... যদিও এটা স্বপ্ন জানি পূরন কখনো হবেও না। তারপরেও মাঝে মাঝে ভাবতে ভাল লাগে। হা.. হা.. হা...

আমি B.Sc. in Computer Science & Engineering পাশ করেছি ২০০৫ সালে, এখন একটি Software Company তে Software Engineer(Multimedia) হিসেবে আছি প্রায় ৩ বছর। আমি মুলত Web Design & Devlopment, Graphic Design নিয়ে কাজ করি। এছাড়াও MBA করছি।

আমি সখ বলতে গেলে বলতে হয় Photography. ছবি নিয়ে কাজ করাটা আমার ভীষন পছন্দের, তাছাড়াও Videography ও আমার ভাল লাগে। অবসর সময়ে গান শুনি আর photography নিয়ে কাজ করি।