ব্যবহারকারী:Nazir ullah numan/একরামুল হক মুর্শিদাবাদী

সৈয়দ একরামুল হক মুর্শিদাবাদী রহ:

বাংলা-আসাম-বিহার ভারতের সুবিখ্যাত পীরে কামিল আওলাদে রাসুল শাহ সুফি সৈয়দ একরামুল হক মুর্শিদাবাদী/ হলদিবাড়ি হুজুর । ১৮৫১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম শাহ সুফি সৈয়দ এব্রাহিম রহ: এবং মাতা হাজরা বিবি। তার নানাজান সৈয়দ মোহাম্মদ আজিজার রহমান কোচবিহার রাজ্যের মহারাজার এস্টেটের হেকিম ছিলেন। কোচবিহার রাজ্যের তুফানগঞ্জ মহকুমার কোচবিহার মহারাজার ঝলঝলিয়া স্টেটে নানাজানের বাড়িতে একরামুল হক মুর্শিদাবাদী‌ হুজুর জন্মগ্রহণ করেন। ঝলঝলিয়া গ্রামটি তুফানগঞ্জ শহরের ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই মহান সাধকের জীবন চরিত্র নিয়ে চলছে সবার মাঝে ব্যাকুল আগ্রহ ও গবেষণা।

হুজুরের পূর্বপুরুষ:

তার পূর্বপুরুষ সম্পর্কে জিন্দাপীর সৈয়দ আব্দুল আজিজ কুদ্দুসি বলেছেন,তারা হযরত হাসান মাসান্না এর বংশধর। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জামাতা হযরত আলী মুর্তাজা এবং তার কন্যা মা ফাতেমা তাদের পুত্র ইমাম হাসান,তাঁর পুত্র হাসান মাসান্না এর আরবীয় রক্তের কণিকা কালের উত্তাল স্রোতে দেশকাল জাতির গণ্ডি অতিক্রম করে ভারতবর্ষের মাটিতে কিভাবে আগমন করেছে তা ইতিহাস দ্বারা প্রমাণিত।তার পূর্বপুরুষ তরতুষ নগরী হতে ভারতের এলাহাবাদের কড়াহ মানিকপুর নামক স্থানে এসে বসতি স্থাপন করেন।তার নাম অনুসারে শাহ খোড়াক নামে তিনি পরিচিত হন। তার কামেলীয় ও অলৌকিক ক্ষমতার কথা চতুর্দিকে প্রচার হয়। এই বংশের এই হলেন জিন্দাপীর। ১৬০০ খ্রিস্টাব্দে দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এলাহাবাদ হতে মুর্শিদাবাদ জেলার মনোহরপুর বা পুন্যাসী গ্রামে আগমন করেন। আর তিনিই হলেন শাহ সুফি সৈয়দ একরামুল হক মুর্শিদাবাদী /হলদিবাড়ি রহ: এর ১১ তম পূর্বপুরুষ।

শিক্ষাজীবন:

ধর্মীয় শিক্ষার জন্য বাল্যকালেই তার পিতা একজন শিক্ষিত আলেম শিক্ষকের উপযুক্ত ব্যবস্থা করায়, তিনি নূহু সরফ বিভিন্ন তাফসীর গ্রন্থ হাদিস শাস্ত্র ফিকাহা উসুল হিকমত মানতে এবং ফারসি ভাষাতেও বিরাট প্রান্তরিত অর্জন করেছিলেন