Nazir Ullah Numan

আমার নাম মোহাম্মাদ নাজির উল্লাহ নুমান। ২০০৫ সালে আমার জন্ম। আমার বাসা রংপুর জেলার, গংগাচড়া উপজেলার,বড়বিল ইউনিয়নের ,পাকুরিয়া শরীফ (মাস্টারপাড়ায়)।

আমি আমার নানা বাসায় জন্মগ্রহণ করি এবং আমার শৈশবকাল আমার নানা বাসায় কেটে যায়। আমার নানাজান সৈয়দ ফজলুল হক হায়দারী হুজুর আওলাদে রাসুল অর্থাৎ নবী করীম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর বংশধর। ওনার পূর্ব পুরুষগন আরব থেকে ইরান,ইরাক হয়ে ভারতের এলাহাবাদ হতে মুর্শিদাবাদে আসেন। মুর্শিদাবাদের পূনাসী গ্রামে ওনাদের বাসা আছে। কোচবিহার জেলার হলদি বাড়িতে ওনাদের বংশধর গন বসবাস করেন। রংপুরের কেরানী পাড়ায় ওনার পিতার নাম অনুসারে নাসিরাবাদ করা হয়। এবং আমরা নাসিরাবাদে দীর্ঘকাল কাটিয়েছি। আমি শিশু নিকেতন স্কুল এন্ড কলেজে পড়ালেখা করি। পরে গ্রামে এসে পাকুরিয়া শরীফ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দেই। জিপিএ-৫ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হই।