জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ। যা 'জাজিরা কলেজ' বা 'জাজিরা ডিগ্রি কলেজ' নামে সমধিক পরিচিত। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার প্রাণকেন্দ্র শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে মনোরম পরিবেশে ১৯৮৪ সালের ১লা জুলাই  জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়।

কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান হয়। ১৯৮৪ সালে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা নিয়ে কলেজটির পথচলা শুরু হয়। ১৯৯৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ের কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রায় অর্ধ শত শিক্ষক ও  সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে কলেজটির কার্যক্রম চলছে।