الرسول النبي الامي উম্মী নবীর ব্যাখ্যা উম্মী শব্দের ব্যাপারে ওলামাদের দ্বিমত রয়েছে এখানে তার মধ্যে কিছু আলোচনা করা হলো। নাম্বার 1- উম্মি অর্থ অক্ষরের অমুখাপেক্ষী নবী । উম্মী অর্থ মা। অর্থাৎ ওই শিশু যে জ্ঞান রূপ মায়ের ( জ্ঞানের মূলের ) সঙ্গে থাকে। জ্ঞানের দূরবর্তী বিবরণ -- লিপি বিদ্যার সঙ্গে থাকে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , আমি আমার দলের মধ্যে উম্মী । আমি লিখতে ও হিসাব কষতে জানিনা ( কারণ লিপিবিদ্যা ও হিসাববিদ্যা সহ সকল বিদ্যা বিদ্বান আমার‌ই মুখাপেক্ষী । আর আমি মুখাপেক্ষী কেবল আল্লাহর ) । হযরত ইবনে ওমর থেকে হাদীসটি বর্ণনা করেছেন বুখারী ও মুসলিম। উম্মি শব্দটির যথা ব্যাখ্যা করা উচিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান আহরণ করেছেন জ্ঞানের মূল কেন্দ্র থেকে ( আল্লাহ তাআলার সিফাতুল এলেম থেকে )। অক্ষর পরিচিতির মাধ্যমে নয়। কারণ সকল মাধ্যম তার‌ই মুখাপেক্ষী। তিনি মুখাপেক্ষী কেবল আল্লাহর। সুতরাং তাঁর উম্মী হওয়া একটি অতুলনীয় মোজেজা। আর এটাকে মোজেজা বলে শনাক্ত করতে পারেন কেবল তাঁরাই যারা প্রকৃত অর্থে জ্ঞানী। কোন কোন আলেম বলেছেন উম্মী শব্দটির আসল সম্পর্ক উম্মতের সঙ্গে । উম্মত অর্থ উম্মত ওয়ালা-- বিপুল সংখ্যক উম্মতের অধিকারী। হযরত আনাস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন দেখা যাবে আমার অনুসারী সংখ্যা সবচেয়ে বেশি। বেহেশতের কড়া প্রথম আন্দোলিত করবো আমি‌ই। মুসলিম।

উম্মি শব্দটি এখানে এরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, উম্মী শব্দটি প্রকৃতপক্ষে ছিল 'উম্মাতি'  উচ্চারণ সংক্ষেপ এর কারণে তা অক্ষরটি হয়েছে অবলুপ্ত। যেমন মাক্কী ও মাদানী আসল শব্দরূপ হচ্ছে মক্কাতি এবং মদীনাতি অর্থাৎ এখানে আসল শব্দ হল النبي الامتي আন্নাবীয়ুল উম্মাতীয়ু । 

আরো একদল আলেমের মতামত তে, উম্মী শব্দটি উম্মুল কুরা অর্থাৎ মক্কাবাসী কথাটির সঙ্গে সম্পর্কিত। তাহলে এর অর্থ দাঁড়ায় মাক্কী নবী । النبي المكي । (তাফসীরে মাযহারী খ: ৪ পৃ: ৫৯৩-৫৯৪) এর দ্বারা আমরা বুঝতে পারি যে, উম্মী শব্দের ব্যাপারে উলামাদের মাঝে মতবিরোধ রয়েছে। তাই কোন এক পক্ষকে প্রাধান্য না দিয়ে যেটা নিজের কাছে নির্ভরযোগ্য আলেমের মত বলে মনে হয় সেটাকে মেনে নিয়ে অন্যকে তিরস্কার না করে নিজের পথকে বেছে নিয়ে চলি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহু আমিন ।

        ইতি 

মুফতি ইমদাদুল্লাহ নাদবী