ব্যবহারকারী:Mouryan/প্রতিবেদন/ব্যাঘ্র প্রকল্প সম্প্রদায় পরামর্শ কর্মসূচি

ব্যাঘ্র প্রকল্প সম্প্রদায় পরামর্শ কর্মসূচিঃ আমার প্রতিবেদন ও অভিজ্ঞতাগুলি!
ব্যাঘ্র প্রকল্পের প্রতিক

গত বছর উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল; সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহারকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করে বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছিল, যেটির মূল উদ্দেশ্য ছিলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টাইপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।
চেন্নাইয়ের আবু সরোবর পোর্টিকোতে মার্চ ১, ২ , ৩ তারিখে অনুষ্ঠিত হয় ব্যাঘ্র প্রকল্প সম্প্রদায় পরামর্শ কর্মসূচি (বা প্রজেক্ট টাইগার কমিউনিটি কন্সাল্টেশন প্রোগ্রাম)। এই অনুষ্ঠানটিতে যোগ দেবার সৌভাগ্য আমারও জোটে। ২০১৮ সালের ব্যাঘ্র প্রকল্পের পরিচালনা, সঞ্চালনার দায়িত্বে থেকে মূলত কি কি বাঁধা, অসুবিধের সামনাসামনি হয়েছিলাম তথা সেগুলি কিভাবে কাটিয়ে এবছর অর্থাৎ ২০১৯ সালে ব্যাঘ্র প্রকল্প (যেটির নতুন নামঃ গ্লো) আরো ভালোভাবে, কার্যকরীভাবে অনুষ্ঠিত করা যায় তা নিয়ে পরস্পর আলোচনায় লিপ্ত হয় ভারতবর্ষের প্রায় সকল অংশগ্রহণকারী সম্প্রদায়গুলি। টেকনিক্যালভাবে আরো উন্নতমানের স্কোর গণনা, আকর্ষনীয় নিবন্ধ দিয়ে পরিপূর্ণ তালিকা তৈরির ব্যবস্থা ইত্যাদি বেশ কিছু সাধন সম্পর্কে অবগত করান টিটো দত্ত, বিশ্বনাথন প্রভাকরণ (মালয়ালম উইকিপিডিয়া থেকে) এবং অন্যান্য অভিজ্ঞরা।
২০১৯ প্রজেক্ট গ্লো তে স্বেচ্ছাসেবীদের মাঝে আরো ভালো অভ্যন্তরীণ যোগাযোগের প্রস্তাবে সকলেই সম্মতি ব্যক্ত করেছেন। এই কার্য্যক্রমে, বাংলা সম্প্রদায় থেকে পাশে পাই সুমিতা দিশুভেন্দু খাঁ কে। কার্য্যক্রমের দ্বিতীয় দিন অ-আনুষ্ঠানিকভাবে সেরে ফেলি বাংলা উইকির একটি মিট-আপও!
অনুষ্ঠানের দ্বিতীয় দিন নিজের একটি পাওয়ারপয়েন্ট প্রতিবেদনও ছিল, যেটি উইকিমিডিয়া কমন্সে শীঘ্রই আপলোড করা হইবে।

বিষণ্ণ ঔদাসীন্যে ঊষাবৌদি বাংলাভাষায় প্রচলিত ঈশপের নিখুঁত গল্পটির ডালপালা অর্ধেক ছড়াতেই ঋতু ভুঁইঞা আর ঐন্দ্রিলা ধড়ফড়িয়ে দারুণ হৈ-হৈ করে উঠল-- ওঃ, ব্যাস্ এবার থামো তো, বুঝেছি বড্ডো পুরানো ঢঙের কেমন এক গল্প যার নীতিবাক্য হল,“মূঢ় আড়ম্বর ও আত্মশ্লাঘার ফল জীবনে বিঘ্ন ও বৃহৎ ক্ষতি”-- তাই না, এ্যাঁ? ০১২৩৪৫৬৭৮৯ ৳৫৬/- ₹৫৬/-

বিষণ্ণ ঔদাসীন্যে ঊষাবৌদি বাংলাভাষায় প্রচলিত ঈশপের নিখুঁত গল্পটির ডালপালা অর্ধেক ছড়াতেই ঋতু ভুঁইঞা আর ঐন্দ্রিলা ধড়ফড়িয়ে দারুণ হৈ-হৈ করে উঠল-- ওঃ, ব্যাস্ এবার থামো তো, বুঝেছি বড্ডো পুরানো ঢঙের কেমন এক গল্প যার নীতিবাক্য হল,“মূঢ় আড়ম্বর ও আত্মশ্লাঘার ফল জীবনে বিঘ্ন ও বৃহৎ ক্ষতি”-- তাই না, এ্যাঁ? ০১২৩৪৫৬৭৮৯ ৳৫৬/- ₹৫৬/-