মোল্লা আব্দুল মুমিন হামদ

নাম: মোল্লা আব্দুল মুমিন হামদ (Molla Abdul Momin hamd)

জন্ম: ২৭ই নভেম্বর ১৯৯২ ঈ.-তে আন্দিদিল, তালশহর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায়।

শিক্ষাগত যোগ্যতা:

• তাকমিল/ দাওরারে হাদিস জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা (২০১২/২০১৩ শিক্ষাবর্ষ) এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় প্রথম স্থান অধিকার।

তাকমিল, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ ভারত (২০১৩/২০১৪ শিক্ষাবর্ষ)

ইফতা/ইসলামি ফিকহ, জামিয়া ফরিদাবাদ ঢাকা (২০১৪/২০১৫ শিক্ষাবর্ষ) ও আল-আযহার বিশ্ববিদ্যালয় মিশর (২০১৫/২০১৬ শিক্ষাবর্ষ– বর্তমান)

কর্মস্থল:

ঢাকা-১২০৪

সিনিয়র শিক্ষক ও সহকারী নাজেমে দারুল ইকামা (২০১৬/২০১৭ শিক্ষাবর্ষ– বর্তমান), জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা-১২০৪

গ্রন্থনা:

• "আল হাদি ইলা হল্লে কিতাবিল মাগাযী" (সহিহ বুখারি'র কিতাবুল মাগাযী'র আরবি ব্যাখ্যাগ্রন্থ) প্রথমে মাকতাবাতুল হামদ ঢাকা থেকে প্রকাশ করা হয়। বর্তমানে আনোয়ার লাইব্রেরী বাংলাবাজার থেকে প্রকাশিত হচ্ছে।

• "ফতহুল মা'বুদ ফি হল্লে আকওয়ালে আবি দাউদ" (সুনানে আবু দাউদে লেখকের মন্তব্যগুলোর ব্যাখ্যা সম্বলিত আরবি গ্রন্থ), মাকতাবাতুল হামদ ঢাকা থেকে প্রকাশিত।

• "ইমদাদুন নাহু" (প্রাথমিক ছাত্রদের উপযোগী করে লিখা ইলমে নাহবের নিয়ম নীতি ও পর্যাপ্ত পরিমাণে অনুশীলন সম্বলিত বাংলা ভাষায় রচিত গ্রন্থ), অচিরেই প্রকাশিত হবে ইন শা আল্লাহ।

প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান:

• মাকতাবাতুল হামদ ঢাকা

• আল- হামদ একাডেমি (অনলাইন)