আমি মুহাম্মদ মুহসিন, আব্বুর নাম:আব্দুর রহিম,আম্মুর নাম মমতাজ বেগম, জন্ম ও বেড়ে উঠা পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার অন্তর্গত ১নং আলীকদম সদর ইউনিয়ন এর লিয়াকত আলী পাড়া গ্রামে।নূরানী ও হিফজ সম্পন্ন করেছি স্থানীয় আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসায়(২০০৩-২০০৯) এরপর রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা, (রামু কক্সবাজার), জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া চট্টগ্রাম, এমদাদিয়া আজিজুল উলুম পোকখালি মাদ্রাসা,ঈদগাঁ, কক্সবাজার,এ দ্বীনি মাদারেস সমূহে অধ্যয়ন করেছি (২০০৯-২০১১)। অতঃপর ভর্তি হয় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে, এ প্রতিষ্ঠান থেকে ২০১৫সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর শুরু হয় জীবনের নতুন অধ্যায়:কারিগরি শিক্ষা জীবন শুরু হয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এখানে সম্পন্ন করি ডিপ্লোমা ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স (২০১৫-২০১৯)।এখন বি এস সি ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট,গাজীপুর) [২০২১-বর্তমান]