মোহাম্মদ নাজিম উদ্দিন এবং তার কর্ম= মোহাম্মদ নাজিম উদ্দিন নাজিম,পিতা মোহাম্মদ সিরাজ উদ্দিন, গ্রাম উত্তর বরকল, পোস্ট বরকল, উপজেলা চন্দনাইশ,জিলা চট্টগ্রাম,১৯৭১সনের১৪ইজুন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার শিক্ষা জিবন তার গ্রামের স্কুল উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেন, অতঃপর প্রাইমারি শেষ করে ,বরকল এস জেড স্কুলে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পরে পটিয়া রাখাত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরে ও গাছবাড়িয়া সরকারি কলেজ এইস এস সি পাস করেন এরপর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন এবং সেখানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জাপান সরকারের স্কলারশীপ নিয়ে জাপানে চলে যায় সেখানে ও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জাপান সরকারের অধীনে জাপান ইউনাইটেড টেকনিক্যাল কলেজ অধ‍্যায়ন করেন পরে বাংলাদেশে এসে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন, তার অনেক শিক্ষার্থী এখন দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত ও কর্মরত আছেন, বর্তমানে তিনি ইউনাইটেড আরব আমিরাতের শারজার ইলেকট্রিসিটিতে কর্মরত আছেন।