"রাজাকার"

রাজাকার শব্দের অর্থ কি?

রাজাকার কাকে বলে?

১৫-০৭-২০২৪ এর আগে পর্যন্ত রাজাকার শব্দটি বাংলাদেশে একটি অভিশাপ্ত শব্দ হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু ১৬-০৭-২০২৪ এই দিনে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই শব্দটি তার আপন মর্যাদা ফিরে পায়।

মূলত রাজাকার শব্দের অর্থ হচ্ছে "সাহায্যকারী"।

কোটা আন্দোলনকে উদ্দেশ্য করে বাংলাদেশের সকল মেধাবী ছাত্রছাত্রীদের রাজাকারের সন্তান নাতিপুতি বলে আখ্যা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই দিনই গোটা দেশের -সকল শিক্ষা প্রতিষ্ঠানের -সকল ছাত্র ছাত্রীরা নিজেদের ফুসে উঠে এবং তারা দাবী করে বলে " আমরা চাইলাম যৌক্তিক অধিকার আর আমাদের বানানো হলো রাজাকার।

তখন আন্দোলনরত সকল ছাত্রছাত্রীরা স্লোগান দিয়ে বলতে থাকে " তুমি কে- আমি কে, রাজাকার-রাজাকার"।

সেদিন সারা দেশের বুদ্ধিজীবি জ্ঞানী গুনি সহ সর্বস্তরের মানুষেরাও তাদের সাথে তাল মিলিয়ে সোস্যাল মিডিয়ায় নিজেদের কে রাজাকার পরিচয় দিতে দিধা বোধ করেন নি।

সেই সুবাদে মনে করা হয় রাজাকার শব্দটি অতীতে অভিশাপ্ত শব্দ হিসাবে ব্যাবহৃত হলেও, ১৬-০৭২০২৪ তারিখ থেকে এই শব্দটি কলঙ্ক মুক্ত হয়ে গেছে।

এখন রাজাকার অর্থ সাহায্যকারী। এবং এটি মর্যাদা পূর্ণ একটি শব্দ।