#প্রবাস জীবন।

(১) প্রবাসী কাকে বলে?

*উত্তর... যে সকল নর নারী নিজ মাতৃভূমি ছেড়ে অন্য কোন দেশে কোন কাজের সন্ধানে অথবা কোন ব্যবসার উদ্দেশ্যে গমন করে তাকে প্রবাসী বলে। আর যদি কেউ পৃথিবী কে দেখার জন্য প্রবাসে গমন করে‌ তাকে পর্যটক বলে।

(২)আশা করি প্রবাসী কাকে বলে সবাই বুঝতে পেরেছেন। আমি মনে করেন এখন দেশ থেকে বিদেশে চলে আসলাম এখন আমাকে সবাই প্রবাসী বলে ডাকবে তারপর এখন আমি প্রবাসে।

*আমি যদি দেশের কোনো ভালো বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটি থেকে কোন বিষয়ে ডিগ্রী অর্জন করে সাফল্যের সহিত যদি প্রবাসে আসি তারপর কোন একটি ভালো কোম্পানিতে জব অথবা কোন একটি ভালো বিজনেস করার সুবিধা হয় তাহলে তো কপাল (নসীব) অনেক ভালো !

*আর যদি নিজ দেশ থেকে কোন কিছু শিখে অথবা প্রশিক্ষণের মাধ্যমে জেনে না আসে তাহলে তার কপালে(নসীবে) দুঃখ আছে এরকম প্রশিক্ষণ বিহীন লোকগুলোর প্রবাস জীবন পর্যালোচনা করলে বুঝতে পারবেন লোকটি কত যন্ত্রনা সহ্য করেছে। এবং এই জাতীয় লোকদের প্রবাসজীবন নিয়ে একটি বই লিপিবদ্ধ করা যাবে।

*পরিশেষে সকলের উদ্দেশ্যে নসিহত স্বরূপ আমার অভিজ্ঞতা থেকে বলছি কোন কাজে পারদর্শী না হয়ে দেশের বাইরে কাজ অনুসন্ধানের দুঃসাহস কেউ করবেন না আল্লাহ হাফেজ।